Scores

দলের সঙ্গে যাচ্ছেন না সাব্বিরসহ চার ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার জন্য এই মাসেই শ্রীলঙ্কায় যাবে ১৪ সদস্যর বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে উড়াল দিবেন না চার ক্রিকেটার। মূলত তাদের অনুশীলনের ঘাটতি থাকায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি ম্যাচ খেলে তারপরেই উড়াল দিবেন তারা।

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সিরিজের জন্য ইতোমধ্যে ১৪ সদস্যর দলও ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ এক বছর পর দলে ডাক পেয়েছেন ওপেনার ও উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলামও। এছাড়া রাহী, এনামুল, তাইজুল বাদে সবাই বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন।

Also Read - খেলায় সেরা, পড়ায়ও সেরা মুশফিক


বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে শ্রীলঙ্কা সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতি না হওয়ায় এখনি দলের সঙ্গে যাবেন না রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক। বিশ্বকাপে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি রুবেল, সাব্বির ও মিঠুন। অন্যদিকে এনামুল জাতীয় দলের বাইরে ছিলেন এক বছরের মত।

তবে তাইজুল খেলার মধ্যেই রয়েছেন। যার কারণে বাকি ১০ সদস্যর সঙ্গেই শ্রীলঙ্কা যাবেন তিনি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচটির মধ্যে প্রথম দুইটি খেলে তারপর ২২ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিবেন এ চার ক্রিকেটার। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২১ জুলাই।

বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী ২০ জুলাই। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। তিন ওয়ানডে খেলে দেশে ফিরবেন ক্রিকেটাররা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

শ্রীলঙ্কা সিরিজে তিনে ব্যাট করবেন কে?

ব্যাটিং অর্ডার পরিবর্তনে সফল বিজয়-মিরাজ।

‘ভালো লাগছে, এই তো!’

ব্যর্থ বিজয়, সাকিব-তামিমে প্রতিরোধ