Scores

দলের সঙ্গে যোগ দিলেন রুবেল হোসেন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাস্ট বোলার রুবেল হোসেন। মূল দলের সঙ্গে না যেতে পারলেও আজ দলের সঙ্গে যোগ দিয়েছে এ বোলার। বাকি চার ক্রিকেটার দলের আগামীকাল যোগ দেওয়ার কথা রয়েছে।

শ্রীলঙ্কার উদ্দেশে ৭ সদস্যর একটি দল উড়াল দিয়েছে গত ২০ জুলাই। শেষ মুহূর্তে হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে যাওয়াতে দলের সঙ্গে যেতে পারেননি মাশরাফি মুর্তজা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ফরহাদ রেজা। তবে ৭ সদস্যর দলের সঙ্গে তারও যাওয়া হয়নি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান সৌম্য সরকার গিয়েছেন আগেই।

Also Read - 'সাকিবের ভাইয়ের বদলি হিসেবে আমি আসি না'


শেষ মুহূর্তে পরিবর্তন না আসলে মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের যাওয়ার কথা ছিল একসঙ্গেই। এ চারজনকে মূল দলের সঙ্গে পাঠায়নি বিসিবি। বিশ্বকাপের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটারকে ঝালিয়ে নিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি ওয়ানডে খেলে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল তাদের। তবে প্রথম ম্যাচ খেলেই চোট পান রুবেল। তাই দ্বিতীয় ম্যাচ আর খেলেননি এ ফাস্ট বোলার।

তাই বাংলাদেশ দলের সঙ্গে আজই শ্রীলঙ্কায় যোগ দিয়েছে এ ফাস্ট বোলার। মাশরাফির পরিবর্তে ডাক পাওয়া ফরহাদ রেজা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ।

আগামীকাল (২২ জুলাই) এ চার ক্রিকেটারের যাওয়ার কথা রয়েছে। ভারতে বিসিবি একাদশের হয়ে খেলেছিলেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। তারা দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন ভারত থেকেই। ১৪ সদস্যর দল না গেলেও ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশের ক্রিকেটারদের যে বিষয়টি নজর কেড়েছে হরভজনের

হরভজনের কণ্ঠেও ঝরল বাংলাদেশের প্রশংসা

এনামুল ও রেজাউরের দিনে ব্যাট হাতে সেঞ্চুরি শামসুরের

শুভর ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিন পার রংপুরের

ইডেন টেস্টের ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতা