
দক্ষিণ আফ্রিকায় টেস্টে টাইগারদের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে খেলার ভঙ্গি নিয়েও। টাইগারদের সাথে ম্যানেজার হিসেবে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। টেস্ট সিরিজে টাইগারদের ভঙ্গি দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। [আরো পড়ুনঃ ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন বোর্ড সভাপতির]
শুধুমাত্র দ্বিতীয় টেস্টে তিন বাংলাদেশ ব্যাটসম্যানের হেলমেটে বল লেগেছিল। এই প্রসঙ্গে নান্নু বলেন, “আমি বলবো মনোযোগের ঘাটতির জন্য এমন হয়েছে। মনসংযোগ নড়ে না গেলে বল থেকে চোখ সরবে না। খেলার সময় তো বটেই ছাড়ার সময়ও শেষ পর্যন্ত বলে চোখ রাখতে হয়। বলে ওদের চোখ ছিল না। এটার আরেকটা কারণ হতে পারে, ওরা আগেই ঠিক করে রেখেছিল এই বল খেলব না।”
উল্লেখ্য, টেস্টের লজ্জাজনক ফলাফলের পর একদিনের সিরিজের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। ইতোমধ্যে একদিনের স্কোয়াডের ক্রিকেটাররা পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকা। ১৫ অক্টোবর কিম্বার্লিতে শুরু হবে একদিনের সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ১৮ অক্টোবর ও ২২ অক্টোবর। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।