Scores

দল থেকে ছিটকে গেলেন মাসাকাদজা ও টেইলর

আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবেন না জিম্বাবুয়ের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা। চোটের কারণে ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারা দুইজন।

 

ব্রেন্ডন টেলর

Also Read - শুধু খাওয়া নয়, খেলায়ও মনোযোগ চাই পাকিস্তানিদের


গত ফেব্রুয়ারি মাসে ইনজুরির শিকার হন এই দুই জিম্বাবুইয়ান ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে লাহোর কালান্দার্সের সাথে ছিলেন ব্রেন্ডন টেইলর। সেখানেই চোট পান তিনি। আর জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা চোট পান ঘরোয়া লিগে খেলার সময়। সেটাও গত ফেব্রুয়ারি মাসেই।

 

এখনো মাঠে নামার মতো সুস্থ হয়নি জিম্বাবুয়ের এই দুই বড় ভরসা। গতকাল এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বিষয়টি নিশ্চিত করে। ফলে আগামী ১০ এপ্রিল হতে আরব আমিরাতের বিপক্ষে শুরু হতে যাওয়া চার ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না মাসাকাদজা ও টেইলর।

নিয়মিত অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন পিটার মুর। ১৬ সদস্যের দলে নতুন মুখ দুইটি। আইন্সলে এন্ডলভু ও টনি মুনইয়োঙ্গা। এছাড়া একদিনের ক্রিকেটে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রেগিস চাকাবা ও তাইমিসেন মারুমা।

এটাই জিম্বাবুয়ে ও আবর আমিরাতের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। সবগুলো ম্যাচই হারারেতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। টেস্ট খেলেড়ু দল হলেও এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। দশ দলের অংশগ্রহণের এবারের বিশ্বকাপে বাছাইপর্বের বাধা পেরিয়ে আসতে পারেনি দলটি।

 

১৬ সদস্যের জিম্বাবুয়ে স্কোয়াড:

পিটার মুর (অধিনায়ক), সলোমন মির, ব্রায়ান চেরি, রেগিস চাকাবা, শেন উইলিয়ামস, তাইমিসেন মারুমা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন মাভুতা, আইন্সলে এন্ডলভু, টনি মুনইয়োঙ্গা, এলটন চিগুম্ববুরা।

চার ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচী:

১ম ওয়ানডে- ১০ এপ্রিল- ১টা ৩০ মিনিট।
২য় ওয়ানডে- ১২ এপ্রিল- ১টা ৩০ মিনিট।
৩য় ওয়ানডে- ১৪ এপ্রিল- ১টা ৩০ মিনিট।
৪র্থ ওয়ানডে- ১৬ এপ্রিল- ১টা ৩০ মিনিট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের পথে হাঁটল আয়ারল্যান্ডও

এত ভালো করার প্রত্যাশা খোদ লিটনেরই ছিল না!

ইতিহাস গড়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

তামিমসহ একাধিক পরিবর্তনের সম্ভাবনা বাংলাদেশ একাদশে