Scores

দল ব্যর্থ হলেই দোষারোপ করা হত মঈন আলীকে!

ইংল্যান্ড ক্রিকেট দল নিয়ে বিস্ফোরক মন্তব্যই করে বসলেন মঈন আলী। টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার বিষয়ে দীর্ঘদিন মুখে কুলূপ এঁটে থাকলেও পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ ক্রিকেটার অবশেষে মুখ খুলেছেন। তার দাবি- দলের ব্যর্থতার কারণ হিসেবে সবার আগে তার দিকে আঙুল তুলত টিম ম্যানেজমেন্ট। বিরতি নেওয়ার পেছনে তাই কারণ হিসেবে কাজ করেছে মঈনের হতাশা। 

দল ব্যর্থ হলেই দোষারোপ করা হত মঈন আলীকে!

মঈনের দাবি- দলের ব্যর্থতার কারণ হিসেবে সবার আগে তাকেই দোষারোপ করা হত। যেন তার জন্যই হেরেছে দল। এমন ঘটনা মেনে নিতে পারছিলেন না। তাই টেস্ট থেকে বিরতিই চেয়ে বসেন। বিশ্বকাপ জয়ের পরপরই সেই ঘটনা বেশ আলোড়ন ফেলে।

Also Read - পাকিস্তানে যাবেন না মুশফিক: ডমিঙ্গো যা বলছেন


বিষণ্ণতার জন্য মঈন অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন- এটি বোঝাই যাচ্ছিল। তবে প্রকৃত কারণটা অবশেষে খোলাসা করলেন মঈন নিজেই।

তিনি বলেন- ‘বিরতি নেওয়ার সিদ্ধান্ত অনেক কঠিন ছিল, কিন্তু আমি জানতাম- আমাকে এখন বিরতি নিতেই হবে। আমি ভেতরে ভেতরে পুড়ছিলাম। কিছু দিন ছিল যেদিন আমি ভালো করতে পারছিলাম না। কিন্তু মনে হচ্ছিল আমার দিকে আঙুল তোলা বুঝি খুবই সহজ। হয়ত এ কারণেই আমি টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছি।’


মঈন আরও বলেন-

‘অবশ্যই, আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ভালো করতে পারিনি। এ কারণে একাদশ থেকেও বাদ পড়ি। কিন্তু ব্যাপারটা এমন হয়ে উঠেছিল যেন শুধু আমার ভুলের কারণেই দল খারাপ করছে। মনে হচ্ছিল যেন আমি কখনোই ভালো করিনি, গত দুই বছরে দলের জন্য কিছুই করিনি। কিন্তু, আমি তো দলে অবদান রেখেছি।’

‘আমি আট নম্বরে ব্যাট করি। এমন একটা পজিশনে যদি রান করতে না পারি, এটা কি আমার দোষ? সত্যিই বিষয়টা অনেক কঠিন হয়ে দাঁড়ায়।’– বলেন মঈন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুসলিম ক্রিকেটারের গায়ে ‘শ্যাম্পেন’ ঢেলে বিতর্কিত এসেক্স

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

মহামারীতে স্থগিত হল এমজানসি সুপার লিগও

এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির