Scores

দল সাফল্য পেলেই খুশি সোহান

নুরুল হাসান সোহান- দেশের প্রথম সারির উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২৫ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার খেলেছেন জাতীয় দলেও। দেশের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন টুর্নামেন্টের চতুর্থ আসরে শিরোপা জেতা দল ঢাকা ডায়নামাইটসের হয়ে।

দল সাফল্য পেলেই খুশি সোহান

শুক্রবার (১৮ জানুয়ারি) সোহানের দল স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে পেয়েছে স্বস্তির এক জয়। সিলেটের ছুঁড়ে দেওয়া ১৫৯ রানের লক্ষ্য এদিন ৬ উইকেট ও ৩ ওভার বাকি রেখেই টপকে যায় ঢাকা।

তবে এদিন সোহানের ব্যাট হাতে পারফর্ম করা হয়নি। দলের ছয়জন ব্যাটসম্যান ব্যাট হাতে ক্রিজে নামলেও এদিন সোহানকে ব্যাট হাতে নামতে হয়নি। তবে ৪ উইকেট পতনের পরও তিনি কেন নামলেন না; যেখানে সুনীল নারাইন খেলে থাকেন ওপেনিংয়ে- এমন প্রশ্ন থাকছেই।

Also Read - আরও ভালো বোলিং আশা করেছিল ঢাকা


তবে সোহান জানিয়েছেন, যেভাবেই হোক- দলের সাফল্য দেখতে পেলেই সন্তুষ্ট তিনি। আর এ কারণে ব্যাট হাতে এই ম্যাচে মাঠে নামতে না পারায় নেই কোনো আক্ষেপ।

সোহান বলেন, ‘আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দলের জন্য কিছু করতে পারা, নিজের পারফরম্যান্সের চাইতেও এই তাড়না বেশি।’

তিনি জানান, ‘একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে, আমি চেষ্টা করি যে দলের হয়েই খেলি না কেন একশ ভাগেরও বেশি দেওয়ার।’

এ সময় দলের অধিনায়ক ও ম্যাচ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের প্রশংসা করেন সোহান। সাকিবের ৬১ রানের ঝড়ো ইনিংসকে ম্যাচ জেতানো ইনিংস আখ্যা দিয়ে সোহান বলেন, ‘বোলিংয়ে আমাদের যখন উইকেট দরকার ছিল, ওয়ার্নারেরটা, সেই সময়েই উইকেটটা পেয়েছেনআর ইনিংসটা নিয়ে বলার কিছু নেইসবাই দেখেছেম্যাচ উইনিং ইনিংস।’

শুধু তা-ই নয়, জয়ের পরিস্থিতি তৈরি করার পেছনেও সাকিবের অবদান আছে বলে মনে করেন তিনি। নুরুল হাসান সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের মোমেন্টামটা ফেরানোর জন্য সাকিব ভাইয়ের ইনিংসটা দরকার ছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পোলার্ডের উপর ক্ষেপে হেলমেট-গ্লাভস ছুঁড়ে ফেলেছিলেন মোসাদ্দেক!

দলের ‘স্পন্সর’ নয়, টুর্নামেন্টের ‘টাইটেল স্পন্সর’ হতে চায় বেক্সিমকো

‘স্পন্সর’ হয়ে বিপিএলে থাকতে আপত্তি নেই ডায়নামাইটসের

সাকিবের চুক্তিতে অসন্তুষ্ট বিসিবি!

বিপিএলে ঢাকার অধিনায়ক সাকিব নাকি মরগান