Scores

‘দায়িত্বটা হেড কোচের মতোই’

২০১৮ সালের ১৫ই জানুয়ারি শুরু হবে বাংলাদেশের নতুন বছরের প্রথম মিশন। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার সাথে সিরিজের (টেস্ট ও টি-টোয়েন্টি) জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই পদের কাজ কি হবে? এমন প্রশ্ন ঘুরে ফিরছিল। এদিকে আজ (সোমবার) এই বিষয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।

মাইলফলক স্পর্শ করলেন কায়েস

মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজের টেকনিক্যাল ডিরেক্টর পদ নিয়ে সুজন বলেন, ‘বলা হয় হেড কোচ নেই এই সিরিজে। কিন্তু দায়িত্বটা হেড কোচের মতোই হবে। হয়তবা কোচের পরিবর্তে নামটা পরিবর্তন হবে। টেকনিক্যাল ডিরেক্টর হবে। কাজটা ওইরকমই থাকবে।’

Also Read - হার্শার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিববাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সুজন আরো বলেন,  ‘যখনই আমাকে বাংলাদেশ ক্রিকেটের কোন দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি সেটা ঠিকভাবে করতে। আর আমার কাছে পদ বা রোল সেটা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ টিমের জন্য কাজ করি এটাই সবচেয়ে বড় জিনিস। এটা আমার জন্য একটা সুযোগ। আমি এই সুযোগ দুই হাতে লুফে নিব। আমার যতটুকু সামর্থ্য আছে, ক্রিকেট নলেজ আছে, কোচিং নলেজ আছে সেটা অবশ্যই এই সিরিজে কাজে লাগাবো।’

বছরের শুরুটা ভালোভাবেই হবে বলে বিশ্বাস করেন সুজন। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ভালো একটি দল। আর বছরটাও আমরা ভালোভাবে শুরু করতে পারব বলে বিশ্বাস করি।’

[আরো পড়ুনঃ হেড কোচ না থাকায় সমস্যা দেখছেন না রিয়াদ

উল্লেখ্য, চন্ডিকা হাথুরুসিংহের পর বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে এখনো কাউকে নিয়োগ দেয় নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচের ব্যাপারে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। এদিকে ঘনিয়ে আসছে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ। তবে আসন্ন ত্রিদেশীয় (বাংলাদেশ-জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা) ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হেড কোচ না হলেও চলবে বলে মত দিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম