Scores

দায়িত্ব হারাচ্ছেন শচীন-সৌরভ-লক্ষণ

বোর্ডের এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের জন্য বিসিসিআইয়ের রয়েছে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বা সিএসি। এই কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সাবেক তিন ক্রিকেটার- শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ। তবে এই তিনজন তাদের দায়িত্ব হারাতে চলেছেন।

দায়িত্ব হারাচ্ছেন শচীন-সৌরভ-লক্ষণ

আলোচিত লোধা কমিটির নিয়ম অনুযায়ী, ক্রিকেটীয় বিভিন্ন কাজে যুক্ত কেউ সিএসির কাজে সংশ্লিষ্ট হতে পারবেন না। বিভিন্ন মাধ্যমে শচীন, সৌরভ কিংবা লক্ষণ তিনজনই যুক্ত রয়েছেন ক্রিকেটে, সিএসি সদস্য ছাড়াও অন্য ভূমিকায়। তাই তাদের সেই দায়িত্ব ছাড়তে হচ্ছে এবার। এমনটাই জানিয়েছেন ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস

Also Read - কে হচ্ছেন সিনহার উত্তরসূরি?


শচীন টেন্ডুলকার বোর্ডের আর কোনো কাজে সরাসরি যুক্ত না থাকলেও তার ছেলে অর্জুন টেন্ডুলকার সম্প্রতি সুযোগ পেয়েছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলে। জাতীয় পর্যায়ের দলে খেলা ক্রিকেটারের পিতা হওয়ায় সিএসিতে থাকতে পারবেন না তিনি। নিয়ম অনুযায়ী, কোনো আত্মীয় খেলার সাথে সংশ্লিষ্ট থাকলে কোনো ব্যক্তি দল বা দলের বিভিন্ন পদের ব্যক্তি বাছাইয়ের কাজে থাকতে পারবেন না।

অন্যদিকে সৌরভ গাঙ্গুলি বর্তমানে বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করে আসছেন। তার এই কাজটিও সিএসির দায়িত্ব পালনের সাথে সাংঘর্ষিক। অনেকটা একই ‘গ্যাঁড়াকলে’ ভিভিএস লক্ষণও। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর লক্ষণ বিভিন্ন সময়ে ধারাভাষ্য কাজের সাথেও যুক্ত থাকেন। এতে তিনিও পারছেন না অ্যাডভাইসরি কমিটিতে কাজ অব্যাহত রাখতে।

পদ হারানোয় অবশ্য আর্থিক কোনো ক্ষতির মুখে পড়বেন না এই তিন কিংবদন্তী সাবেক ক্রিকেটার। সিএসির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো ভাতা পেতেন না তারা। পেলেও সেটি ছিল নিছক উপঢৌকন হিসেবে। তবে বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তে সরাসরি মতামত প্রদানের যে সম্মান তারা পেতেন, সেটি না পেয়ে একটু হলেও মনঃক্ষুণ্ণ হতে পারেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই তিন ক্রিকেটার!

আরও পড়ুন: ভারতের চেয়েও বেশি প্রস্তুত ছিল পাকিস্তান!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সভাপতি পদে থাকতে আইন বদলাচ্ছেন সৌরভ!

পাপনের সাথে নাগপুরে থাকবেন মনোহরও

নাগপুরে বৈঠকে বসছেন সৌরভ-পাপন

শেখ হাসিনাকে আপ্যায়নে ৫০ পদের খাবার

আইপিএলে আসছে বিতর্কিত নিয়ম ‘পাওয়ার প্লেয়ার’!