Scores

দিনশেষে জয়টাই মুখ্যঃ মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। লো-স্কোরিং ম্যাচ হলে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম বলছেন জয়টাই মুখ্য। সেই সাথে রবি ফ্রাইলিঙ্ককেও কৃতিত্ব দিয়েছেন মুশফিক।

দিনশেষে জয়টাই মুখ্যঃ মুশফিক
বল হাতে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন ফ্রাইলিঙ্ক। ছবিঃ বিডিক্রিকটাইম

টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলের ম্যাচগুলো হাইস্কোরিংয়ের আশা করলেও উদ্বোধনী ম্যাচেই হতাশ করলো। গত কয়েক আসরের মতো এই আসরও শুরু হলো লো-স্কোরিং ম্যাচ দিয়ে। ম্যাচের মধ্যে উত্তেজনা থাকলেও টি-টোয়েন্টির কোন আমেজই পাওয়া যায়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচের শুরুর দিক থেকে দাঁড়াতেই পারেনি ব্যাটসম্যানরা। বোলিং সহায়ক পিচ হওয়ায় ৯৮ রানেই অলআউট রংপুর রাইডার্স। চিটাগংয়ের টার্গেট কম থাকলেও সেটি তাড়া করতে কম বেগ পেতে হয়নি মুশফিকদের। ম্যাচে তিন উইকেটে জিতলেও এক পর্যায়ে মনে হচ্ছিলো ভাইকিংসের হাত থেকে ফসকে যাচ্ছে ম্যাচটি। ভাইকিংস অধিনায়ক মুশফিকের মতে জয় যেভাবেই আসুক ম্যাচে জয়টায় মুখ্য।

“দিনশেষে জয়টাই আসল ব্যাপার। পিচ বোলারদের জন যথেষ্ট ভালো ছিল। এই ধরণের পিচে আপনাকে ভালো এরিয়াতে বোলিং করতে হবে এবং তারা তাদের কাজটাই করেছে। যখন সবকিছু আপনার পক্ষে যাবে তখন সেটা অর্জন করা সহজ। আমার মতে বোলাররা দারুণ পারফর্ম করেছে এবং আমি সেই সুযোগ লুফে নিতে পেরেছি।”

Also Read - মাশরাফির কাঠগড়ায় ‘হঠকারী’ ব্যাটিং


পিচ বোলিং সহায়ক হলেও ভাইকিংস অধিনায়ক মুশফিক যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ জয়ের আশা টিকে ছিল চিটাগং ভাইকিংসের। তবে নাজমুল অপুর বলে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার বিদায়ে বিপদে পড়ে তার দল। অবশ্য মুশফিকের বিদায়ের পর শেষদিকে বেশ বুঝশুনেই ব্যাটিং করেছেন রবি ফ্রাইলিঙ্ক। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাই তো কৃতিত্ব তাকেও দিয়েছেন দলপতি মুশফিক।

“আমি মনে করি রবি (ফ্রাইলিঙ্ক) খুব তার নার্ভটা ধরে রেখতে পেরেছে এবং দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছে।”

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ৯ জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে।

আরও পড়ুনঃ মাশরাফির কাঠগড়ায় ‘হঠকারী’ ব্যাটিং

Related Articles

‘অনৈতিক প্রস্তাব’ দিয়ে নিষিদ্ধ বিপিএল কর্মকর্তা

চিটাগং ভাইকিংসের মালিকানা নিচ্ছেন না আকরাম খান ও আ জ ম নাছির

বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস

টি-টোয়েন্টির জন্য নির্বাচকদের ভাবনায় রাব্বি!

খালেদের বোলিং দেখে মুগ্ধ মরিসন