Scores

দিনের শুরুতেই মুগ্ধ-খালেদের জোড়া আঘাত

বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ দল তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে মাঠে নেমেছে। প্রথম সেশনের শুরুতেই বাংলাদেশকে দুইটি উইকেট এনে দিয়েছে দুই পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

দিনের শুরুতেই মুগ্ধ-খালেদের জোড়া আঘাত

৫ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। ৮০ রানে অপরাজিত ছিলেন এনক্রুমাহ বনার। সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের এই নবীন সদস্য। তবে তিন অঙ্ক আর স্পর্শ করা হয়নি তার। প্রস্তুতি ম্যাচেই শত রান স্পর্শ করার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছেন খালেদ।

Also Read - প্রত্যেক সিরিজেই খেলা সম্ভব না : বাটলার


তৃতীয় দিনে বনার কোনো রানই যোগ করতে পারেননি। সকালে দলীয় ৪ রান যোগ হতেই বিদায় নেন তিনি। খালেদের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন বনার। তিনি ১৩৮ বলে ৮০ রান করেন। তার ইনিংসে ছিল ১২টি চারের মার।

রাহকীম কর্নওয়ালকে বেশিক্ষণ টিকতে দেননি মুগ্ধ। ১২ বলে ৪ রান করে তৌহিদ হৃদয়ের তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন কর্নওয়াল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ২৩৩ রান। উইকেটে আছেন জসুয়া ডা সিলভা ও রেইমন রেফার। জসুয়া ২৫ রানে ও রেইফার ১৩ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে রিশাদ হোসেনের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজ দল অলআউট হয়েছিল ২৫৭ রানে। লেগ স্পিনার রিশাদ নিয়েছিলেন ৫টি উইকেট। তবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও কম যাননি। বাংলাদেশের শক্তি স্পিন দিয়েই তারা বিসিবি একাদশকে ঘায়েল করেছে। দুই স্পিনার কর্নওয়াল ৫টি ও জোমেল ওয়ারিক্যন ৩টি উইকেট শিকার করে বিসিবি একাদশকে ধ্বসিয়ে দেয়। স্বাগতিকরা অলআউট হয় ১৬০ রানে।

বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই খালেদের আঘাত পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জন ক্যাম্পবেল ও বনারের ব্যাটে তারা এগিয়ে যেতে থাকে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ২৫৭/১০ (১ম ইনিংস)

বাংলাদেশ ১৬০/১০ (১ম ইনিংস)

ওয়েস্ট ইন্ডিজ ২৩৩/৭ (২য় ইনিংস চলমান)
বনার ৮০, ক্যাম্পবেল ৬৮, জসুয়া ৩২*;
খালেদ ২/২৬, সাইফ হাসান ২/৪১, মুগ্ধ ২/৪৬;

Related Articles

বাংলাদেশকে হারানোর পুরস্কার পেলেন মেয়ার্স-বোনাররা

জাতীয় দল নয়, লিগ খেলাকেই প্রাধান্য দিবেন হোল্ডার

ক্যারিবীয় সিরিজের পরাজয়ই ডমিঙ্গোর জয়ের প্রেরণা

বাংলাদেশিদের কাছে সাহায্য চাইলেন উইলিয়ামস

‘৬৮’ মাস পর জয়শূন্য ড্র দেখল ক্রিকেট বিশ্ব