
দিল্লী ক্যাপিটালস ছাড়া অন্য কোনো দল এবারের আইপিএলে করোনার থাবা দেখেনি। অথচ দিল্লী এক দফা করোনা সামলে ওঠার পর আবারও আক্রান্ত হয়েছে মহামারীর। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের দলে নতুন করে একজনের দেহে ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।

নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দিল্লীর এক নেট বোলার। তাকে তো আইসোলেশনে রাখা হয়েছেই, সাথে গোটা দলকেই পাঠানো হয়েছে আইসোলেশন। অথচ আজই দিল্লীর মাঠে নামার কথা।
আজ রতা ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস। হাই ভোল্টেজ এই ম্যাচে মাঠে নামার আগে প্রত্যেক সদস্যকে আবারও করোনা পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় নেগেটিভ সনদ পেলে পাবেন মাঠে নামার অনুমতি।
Which XI DC stars do you think will take the field in #CSKvDC? 🤔
Let us know below 👇🏻#YehHaiNayiDilli | #IPL2022 | @JSWCement #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/O2jUPZ8RBk
— Delhi Capitals (@DelhiCapitals) May 8, 2022
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ম্যাচ বাতিলের মত কোনো পরিকল্পনা এখনও নেই আইপিএল গভর্নিং কাউন্সিলের। এর আগে মিচেল মার্শসহ দলের মোট ৬ জন সদস্য করোনা আক্রান্ত হন। এছাড়া প্রধান কোচ রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্যের দেহেও মিলেছিল করোনার উপস্থিতি। যে কারণে পন্টিংকে ৫ দিন আইসোলেশনে থাকতে হয়।
প্লে-অফে যেতে হলে আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ দিল্লীর জন্য। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে রিশভ পান্টের নেতৃত্বাধীন দল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।