Scores

দীর্ঘদিন পর টেস্ট খেলার আগে ইতিবাচক জিম্বাবুয়ে

৩ নভেম্বর সিলেটে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছে গত বছর বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাঝখানের সময়টুকুতে আইসিসি নব্য দুটি টেস্ট দলও মাঠে নেমেছে, কিন্তু টেস্ট খেলা হয়নি জিম্বাবুয়ের।

দীর্ঘদিন পর টেস্ট খেলার আগে ইতিবাচক জিম্বাবুয়ে
সংবাদ সম্মেলনে আলাপকালে মাসাকাদজা। ছবি: বিডিক্রিকটাইম

টেস্ট খেলায় দীর্ঘ এই বিরতি কাটিয়ে মাঠে নামা সহজ কর্ম নয়। অথচ জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা একে দেখছেন ইতিবাচকভাবেই। একইসাথে ওয়ানডের কাজে লাগাতে না পারা সুযোগ আর ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে টেস্ট সিরিজে তা কাজে লাগানোর প্রত্যয়ও তার কণ্ঠে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ওয়ানডেতে আমরা দারুণ কিছু জায়গায় গিয়েছিলাম, তবে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারিনিড্রেসিংরুমে এসব নিয়েই কথা হচ্ছে, সেসব জায়গা থেকে সুযোগগুলো নিজেদের পক্ষে নেওয়ার

কালেভদ্রে খেলা হয় টেস্ট, তাই এর মর্মও বেশ ভালোই বোঝেন তারা। মাসাকাদজা বলেন, আমরা খুব বেশি দীর্ঘ সংস্করণের ক্রিকেট খেলি নাআমরা এর মূল্যটা বুঝিআমরা আগুন ঝরাতে প্রস্তুতএ সংস্করণে বাংলাদেশের মিশ্র ইতিহাস, দুই দলের ক্ষেত্রেই তাই ভিন্ন ভিন্ন জিনিস দরকার পড়বে

Also Read - এখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে জিম্বাবুয়ে


তবে একইসাথে জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন আরও বেশি টেস্ট খেলতে চাইবার আকুতিও, আমরা আরও টেস্ট খেলতে চাই, তবে সেটা হচ্ছে নাছেলেদের উৎসাহিত করাটা তাই সহজতাদেরকে মাঠে নেমে সবকিছু দিতে বলাটাও কঠিন নয়, এমন সুযোগ তো আমরা সব সময় পাই নাএসব সুযোগ দুহাতে গ্রহণ করতে হবে, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে

২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজয়ের পেছনে বড় ‘দায়’ ছিল বাঁহাতি স্পিনের। এবার নেই সাকিব, তাই যেন কিছুটা নির্ভার সফরকারীরা। অধিনায়কের তাই ভাষ্য, এবার তাদের কম বাঁহাতি স্পিনার আছে, এটা বাংলাদেশের শক্তির জায়গাআমরা দেশ ছাড়ার আগে এটি নিয়ে কাজ করেছিবাঁহাতি স্পিনে অনেক অনুশীলন করেছিস্পিনারদেরকে সামলাতে সেটাই যথেষ্ট হওয়ার কথা

আরও পড়ুন: ঐতিহাসিক সিলেট টেস্টে বাংলাদেশের মুখোমুখি জিম্বাবুয়ে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’