Scores

দীর্ঘদিন পর মাঠে ফিরেও স্বস্তিতে নেই মিঠুন

সর্বশেষ গত ১৬ মার্চ মাঠে নেমেছিলেন মোহাম্মদ মিঠুন। এরপর করোনা প্রাদুর্ভাবের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেলে চার মাস ঘরে বন্দী ছিলেন। রবিবার (১৯ জুলাই) ফিরেছেন মাঠে। তবে মাঠে ফিরেও স্বস্তিতে নেই। অভ্যস্ততা যে চলে এসেছে ইনডোর অনুশীলনেই!

'স্যার' তকমা নেতিবাচক না ইতিবাচক, ভাবেন না মিঠুন

বন্ধ হয়ে যাওয়া প্রিমিয়ার লিগ কবে শুরু হবে, কোনো ঠিকঠিকানা নেই। এমনকি জাতীয় দলের ম্যাচগুলোও একের পর এক স্থগিত হচ্ছে। ক্রিকেটাররা এতদিন বাসায় বসেই ফিটনেস ঠিক রাখার কাজ করেছেন। এবার তাদের আউটডোর অনুশীলনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Also Read - বিসিবি চায় না মুশফিকদের দেখে ‘অন্যরা মাঠে আসুক’


দেশের চার ভেন্যুতে মোট ৯ জন ক্রিকেটারকে অনুশীলনের সুযোগ করে দিয়েছে বিসিবি। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন মুশফিকুর রহিম ও শফিউল ইসলাম। তাদের সাথে অনুশীলন কার্যক্রম শুরু করেছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান মিঠুন।

দীর্ঘদিন ঘরে অনুশীলনের পর হুট করে মাঠে ফিরে সবকিছু একটু কঠিনই মনে হল মিঠুনের। স্বাস্থ্যবিধি না মেনে এক ইঞ্চি নড়াচড়ারও সুযোগ নেই। অথচ সর্বশেষ যখন মাঠে ছিলেন, বন্ধু-সতীর্থদের ভিড়ে ছিলেন কোলাহল সাঙ্গ করে।


মিরপুর একাডেমি মাঠে অনুশীলন ও জিমনেশিয়ামে ঘাম ঝরানোর ফাঁকে গণমাধ্যমকে মিঠুন বলেন, ‘দীর্ঘ চার মাস পর আজকে মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। ব্যাটিং, রানিং সবকিছুই একটু কঠিন মনে হচ্ছে। এতদিন তো সবকিছুই ইনডোরে করেছি। এখন হুট করে মাঠে, মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি যত দিন যাবে, সবকিছুই আগের মত ফিরে পাব।’

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

টেস্ট খেলে ‘স্বপ্নপূরণের’ অপেক্ষায় সাইফউদ্দিন

বিকেএসপিতে আফিফের জন্মদিন উদযাপনে সাকিবরা

ঢিমেতালে এগোচ্ছে শ্রীলঙ্কা, অপেক্ষায় রাজি বিসিবি

ক’রোনায় আক্রান্ত আবু জায়েদ রাহী

আইসোলেশনে এবাদত-রাহী, চতুর্থ পরীক্ষা শুক্রবার