Scores

‘দীর্ঘমেয়াদি সুযোগ পেলে কাজ করতে সুবিধা হয়’

অন্তর্বর্তীকালীন নয় দীর্ঘমেয়াদির কোচ হতে চেয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। তবে আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্বই দেওয়া হয়েছে খালেদ মাহমুদকে। দীর্ঘমেয়াদি দায়িত্ব পেলে কাজ করতে সুবিধা হয় বললেন তিনি। শ্রীলঙ্কা সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন খালেদ মাহমুদ সুজন।

নিজেদের শক্তিশালী দাবি করেও সুজনের অসন্তোষ

বাংলাদেশ দলের প্রধান কোচের পদটা আপাতত ফাঁকা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরই স্টিভ রোডসকে বিদায় বলেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন রোডস। এরপর বেশ কয়েকটি সিরিজ দলের সঙ্গে থেকেছেন তিনি। কোচ হিসেবে বাংলাদেশ দলকে বুঝে উঠতে পেরেছিলেন তিনি। তবে নতুন কোচের জন্য কাজটা মোটেও সহজ হবে না।

Also Read - সুর পাল্টালেন খালেদ মাহমুদ


নতুন কোচ নিয়োগে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও রয়েছে। শ্রীলঙ্কা সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছে খালেদ মাহমুদকে। প্রথমে এই দায়িত্ব নিতে না চাইলেও আকরাম খানের কথায় এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন সুজন। অন্তর্বর্তীকালীন নয় দীর্ঘমেয়াদি কোচ হতে চেয়েছিলেন তিনি। আর দীর্ঘমেয়াদি কোচ হলে কী সুবিধা সেটার কথাও জানিয়েছেন তিনি।

“সব কোচের স্বল্প মেয়াদে কিংবা দীর্ঘ মেয়াদে পরিকল্পনা থাকে। স্টিভ রোডস যখন বাংলাদেশে এসেছিল তার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভালো যায়নি। এরপর কিন্তু বাংলাদেশ তার অধীনে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে। ভালো পরিকল্পনা করতে সময়ের প্রয়োজন হয়। যে কোনো কোচের কাছে এ সময়টা থাকে। যদিও আমি বাংলাদেশ দলের পরিকল্পনা সম্পর্কে জানি। দলের সঙ্গে আমি এত দিন ধরে আছি। তবুও দীর্ঘ সময় সুযোগ পেলে যে কোনো মানুষের জন্য কাজ করতে সুবিধা হয়।”

শ্রীলঙ্কা সিরিজের জন্য সুজনকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান কোচের। এই কাজটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।

“চ্যালেঞ্জ তো অবশ্যই। বাংলাদেশের প্রত্যেকটা সিরিজই দলের জন্য চ্যালেঞ্জ। আমি যখন বাংলাদেশ দলের একটা অংশ হিসেবে থাকি তখন সবসময়ই চ্যালেঞ্জ নিয়েই থাকি। যদি এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত, সেটার জন্যও চ্যালেঞ্জ থাকবে। এই সিরিজটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কিছু ক্রিকেটার নেই, তারপরও মনে করি যথেষ্ট ব্যালেন্সড একটি দল।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করার ভাবনা বিসিবির

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য