Scores

দীর্ঘায়িত হলো মঈনের আইসোলেশন

শ্রীলঙ্কা সফরে যাওয়া ইংল্যান্ড স্কোয়াডের এখন পর্যন্ত একমাত্র দুর্ভাগা খেলোয়াড় হলেন মঈন। কোনো ম্যাচ না খেলেই তাকে শ্রীলঙ্কা থেকে ফিরে যেতে হবে। এই অলরাউন্ডারের আইসোলেশনের সময় বৃদ্ধি করা হয়েছে ফলে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তার।

পাঁজরের চোটে মাঠের বাইরে মঈন

শ্রীলঙ্কায় প্রথম দুইবার কোভিড-১৯ পরীক্ষা করানোর পরেই মঈনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তার আইসোলেশনে থাকার কথা ছিল ১০ দিন। অর্থাৎ ৩ জানুয়ারি করোনা শনাক্ত হওয়ার পরে ১৩ জানুয়ারি (বুধবার) তার মুক্ত হওয়ার কথা ছিল। তবে বুধবারেই তার মুক্ত হওয়া হচ্ছে না। শ্রীলঙ্কান কর্তৃপক্ষ ইংল্যান্ডকে জানিয়েছে শুক্রবার (১৫ জানুয়ারি) পর্যন্ত তাকে আইসোলেশনে থাকতেই হবে।

Also Read - 'গর্বিত' সাইফউদ্দিনের স্বস্তি সাকিবের ফেরা

দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ২২ জানুয়ারি। সেই হিসেবে সপ্তাহখানেক সময় পাবেন মঈন। তবে কোভিড-১৯ থেকে ফেরার পরে সেটাকে যথেষ্ট হিসেবে দেখছেন না ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। মঈনের পুরোপুরি সুস্থ হতে ও ফিটনেস ফিরিয়ে আনতে আরও বেশি সময় লাগবে বলে তারা জানিয়েছেন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজেই আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের।

মঈনের ফেরার জন্য আদর্শ সময় ভারত সফরকেই মনে করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৪ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

শ্রীলঙ্কা সিরিজে মঈনকে হারানো ইংল্যান্ডের জন্য বেশ বড় ধাক্কা। ইংল্যান্ডের সর্বশেষ সফরে জ্যাক লিচের সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মঈন। তার অনুপস্থিতিতে দুই জন স্পিনার নিয়ে একাদশ গড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইংল্যান্ড। তারা হলেন, জ্যাক লিচ ও ডমিনিক বেস। এছাড়া জো রুট ও ড্যান লরেন্স পার্ট টাইম স্পিন করতে পারেন। এবং ইংলিশ একাদশে থাকতে পারেন তিনজন পেসার।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ক্ষুদ্রতম ম্যাচের রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্ট

স্পিন-বান্ধব উইকেটে ‘৩’ পেসার খেলানোর এতো ভালো বুদ্ধি কার? প্রশ্ন বয়কটের

আর্থিক দুর্দশা কাটাতে গাঙ্গুলিকে পাশে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দেড় দিনেই শেষ টেস্ট- আইসিসির কাছ থেকে জবাব চান লয়েড

নিষেধাজ্ঞা থেকে হঠাৎ ‘মুক্ত’ উমর আকমল