SCORE

দীর্ঘ মেয়াদেই জাতীয় দলের কোচ হতে চান সুজন

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর দলের নতুন কোচ নিয়োগ নিয়ে হচ্ছে আলোচনা-বিশ্লেষণ। জানা গেছে, উপমহাদেশের বিদেশি কোনো হেভিওয়েট কোচকেই জাতীয় দলের দায়িত্ব দিতে চায় বিসিবি।

সেক্ষেত্রে বিসিবি সময় নেবে দুই মাসের মতো। এর আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাখা হবে দেশের কাউকে। গুঞ্জন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনই।

Also Read - মঙ্গলবার মাঠে ফিরছেন তামিম

তবে সুজন জানিয়েছেন, তিনি অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার বদলে দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

সম্প্রতি অনলাইন গণমাধ্যম জাগোনিউজকে তিনি বলেন, ‘বোর্ড আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখলে আমি অবশ্যই জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে সেটা হতে হবে দীর্ঘ মেয়াদে। আমাকে কোচ হিসেবে অফার করা হলে, তা সানন্দে গ্রহণ করবো।

সুজন জানান, জাতীয় দলের কোচ হওয়া তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তিনি বলেন, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, জাতীয় দলের কোচ হওয়া। আমি মনে মনে, এ স্বপ্নই লালন করি। নিজেকে সেভাবে তৈরির চেষ্টাও করছি। এখনো করি। আমার বিশ্বাস, আমাকে দায়িত্ব দেয়া হলে তা পালন করতে পারবো।’

তবে বিসিবির পরিকল্পনা অনুযায়ী যদি তাকে অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে সিদ্ধান্ত? আলোচিত এই ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, ‘দীর্ঘ মেয়াদে কোচের দায়িত্ব পালন করার প্রস্তাব ছাড়া আমি স্বল্প মেয়াদে কোচিং করাবো কি না তা এখনো ঠিক করিনি। করবো না, তা যেমন নিশ্চিত করে বলতে পারছি না, আবার করবোই- তাও জোর দিয়ে বলা যাচ্ছে না। এবার আমি ছাড়া অন্য কাউকেও মধ্যবর্তী কোচের ভূমিকায় দেখা যেতে পারে।

উল্লেখ্য, খালেদ মাহমুদ সুজন ইতিপূর্বে বেশ কয়েকবার বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই দলকে কোচিং করানোর ইচ্ছে প্রকাশ করে আসছিলেন তিনি। বর্তমানে তিনি বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ হিসেবে রয়েছেন।

আরও পড়ুনঃ ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই সাকিব-তামিমের বিতর্কিত টুইট

Related Articles

দুবাইয়ে সমর্থকদের পাশে দাঁড়ালেন সুজন

শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন মুশফিক

ভিসা পেয়েছেন রুবেল, এখনো অপেক্ষায় তামিম

রাতেই দুবাই যাচ্ছেন তামিম-রুবেল!

এশিয়া কাপে নিজের ভূমিকা জানালেন সুজন