Scores

দুঃসময়ে তামিমকে পাশে পাচ্ছেন মিরাজ

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনটিকে ভুলে যেতে চাইবেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে শেষ ওভারে স্পিন ভেলকি দেখিয়ে দলকে জিতিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বল তুলে দিলেন মিরাজের হাতে। কিন্তু কে জানত, আরিফুল হক এমন অনায়াসে প্রয়োজনীয় ২২ রান নিয়ে নেবেন ৫ বলেই! 

দুঃসময়ে তামিমকে পাশে পাচ্ছেন মিরাজমিরাজের ‘বাজে দিনের শুরু’ অবশ্য ম্যাচের শুরুতেই। তামিমের সাথে ইনিংস সূচনা করতে নেমেছিলেন। প্রথম বলেই বোলার শফিউল ইসলামের হাতে তুলে দেন ক্যাচ। মিরাজকে ওপেনিংয়ে নামানোর যৌক্তিকতা নিয়ে ততক্ষণে আলোচনা-সমালোচনা জমে উঠেছে। দিন শেষে তিনিই যে থাকবেন কাঠগড়ায়, তা হয়ত খোদ মিরাজ দুঃস্বপ্নেও ভাবেননি।

Also Read - পরের ম্যাচে ভুল শুধরাতে চান মুশফিক

মিরাজ অবশ্য এই দুঃসময়ে পাশে পাচ্ছেন অধিনায়ককে। পরাজিত দলের দলপতি তামিম হতাশ হলেও খুশি সতীর্থদের পারফরম্যান্সে।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘১৯ ওভার পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম। শুধু একটা ওভারই তাদের পক্ষে গেছে। আপনি জানেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একটি বা দুটি ওভার পুরো ম্যাচ বদলে দিতে পারে। আর এটাই হয়েছে।’

তামিম মনে করছেন, মাঝখানের ওভারগুলোতে পেসাররা উইকেট এনে দিতে পারলে ফলাফল বরিশালের পক্ষেই থাকত। তিনি বলেন, ‘আরিফুল খুব ভালো খেলেছে। মাঝখানে উইকেট দরকার ছিল, আমাদের পেসাররা সেটা এনে দিতে পারেনি। মিরাজের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।’

ম্যাচ হেরে গেলেও নিজেদের পারফরম্যান্সে খুশি তামিম। ‘সব মিলিয়ে আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। দুভার্গ্যবশত আমরা ম্যাচটা হেরে গেছি। আমি ছেলেদের চেষ্টায় বেশ খুশি।’– বলেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

বঙ্গবন্ধু টি-২০ কাপের ‘সেরা একাদশ’

ছোটদের ক্রিকেটের সাথে বড়দের ক্রিকেটের পার্থক্য বুঝেছেন শামীম

শামীমের যে গুণ দেখে মুগ্ধ খোদ সাকিব

সেরা ফিল্ডারের পুরস্কারের আশায় ছিলেন শামীম

শামীমকে ব্যাট উপহার দিলেন রিয়াদ