Scores

দুঃসময়ে তামিমের পাশে দাঁড়াচ্ছেন সাইফউদ্দিন

তামিম ইকবালের সময়টা ভালো যাচ্ছে না। জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার বর্তমানে ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে। কিন্তু তার অধীনে দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। এমনকি ব্যক্তিগত দিক থেকে খারাপ সময় কাটাচ্ছেন তামিম। ব্যাটে যে রান-খরা!

দুঃসময়ে তামিমের পাশে দাঁড়াচ্ছেন সাইফউদ্দিন

এমন পরিস্থিতিতে তামিমের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। ‘পাশে এসে দাঁড়িয়েছেন’ বলতে সাইফউদ্দিন নিজের সমর্থন প্রকাশ করেছেন তামিম প্রতি। একইসাথে দুঃসময় কাটিয়ে তামিম দ্রুতই ছন্দে ফিরবেন- এমন প্রত্যাশা তার।

Also Read - বাংলাদেশের শেষ ম্যাচে থাকছেন কুলাসেকারাও


দেশের ক্রিকেটে তামিমের অবদানের কথা তুলে ধরে সাইফউদ্দিন এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘গত এক যুগেরও বেশি সময়ে বাংলাদেশ দলের যত সাফল্য তার পেছনে এই মানুষটার অবদান অপরিসীম।’

তামিমের সুসময়ের প্রত্যাশায় এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, ‘দেশের প্রতি শতভাগ নিবেদিত এই দেশসেরা ওপেনার খুব শীঘ্রই দুঃসময় কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ । তামিম ভাইয়ের প্রতি শুভ কামনা রইল।’

গত বিশ্বকাপ থেকেই ফর্মে নেই তামিম। ৮ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে হাঁকাতে পেরেছিলেন অর্ধ-শতক। মাঠের বাইরের নানা কাহিনীও বলে দিচ্ছে- ভালো নেই তামিম। সাইফউদ্দিন যে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে নিজের কথা প্রকাশ করলেন- সেই ফেসবুকেই কয়দিন আগে সীমাবদ্ধতার রেখা এঁকে দিয়েছিলেন তামিম।

শ্রীলঙ্কা সিরিজে নেতৃত্ব পাওয়া নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট ও সহ-অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্রামের সুবাদে। যদিও একদিনের ক্রিকেটে অধিনায়কত্বের প্রথম সিরিজ ভালো হয়নি তামিমের। এক ম্যাচ হাতে রেখেই প্রতিপক্ষ লঙ্কানরা জিতে নিয়েছে সিরিজ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে না পারার আক্ষেপ নাফিসের

তামিমের শটে হাড় ভাঙলেও নিজেকেই দুষছেন নাফিস

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন তামিম

ভারতের বিপক্ষে জয় মানে অন্যকিছু: তামিম

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন