Scores

দুঃস্বপ্নের মতো শুরু বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের

লখনৌতে সিরিজের চতুর্থ ওয়ানডেতেও টস জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। টানা চতুর্থবারের মতো টস জয়ের দিনও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। তবে প্রত্যাশা অনুযায়ী শুরুর দেখা পায়নি সাইফ হাসানরা। শুরুতেই আরও একবার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন দলটি।

‘ব্যাকআপের’ ভাবনা থেকেই স্কোয়াডে তাসকিনরা3
ইয়াসির আলী। ফাইল ছবি

সিরিজে সমতা ফেরানোর মিশনটা টস জয়ে শুরু বাংলাদেশের। এর ফলে টানা চতুর্থবারের মতো টস জিতলেন সাইফ হাসান। টস ভাগ্য বাংলাদেশের হয়ে কথা বললেও শুরুটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে সফরকারীরা।

ব্যাট হাতে আজও নিজেদের সামর্থ প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান (২), ইয়াসির আলি (১) ও জাকির হাসান (০)। এই তিন ব্যাটসম্যানের বিদায়ের এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে সফরকারীরা। শুরুর ধাক্কা সামাল দিতে ২২ গজে লড়ছেন দলনেতা সাইফ ও আরিফুল হক।

এই প্রতিবেদন লেখার সময়, ১১ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। সাইফ ২৩ ও আরিফুল ব্যাট করছেন ১১ রান নিয়ে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে তাই জয় অত্যাবশকীয় সাইফদের জন্য। কেননা আজ হারলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিবে স্বাগতিকরা।

Also Read - দর্শকদের জন্য বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ


চতুর্থ ওয়ানডের বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল: সাইফ হাসান (অধিনায়ক), সাব্বির হোসেন, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী,আল-আমিন জুনিয়র, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মেহেদী হাসান, আরিফুল হক, রবিউল হক, তানভির ইসলাম, সুমন খান ও শফিকুল ইসলাম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি

শনিবার থেকে অনুশীলন, কোয়ারেন্টিন শেষে ফিরবেন তামিম

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তামিম

দুই কন্যা বদলে দিয়েছে সাকিবের জীবন

অনুশীলনে ফিরছেন সাকিব