Scores

দুইদিন পেরোতেই করোনা ‘পজিটিভ’ থেকে ‘নেগেটিভ’ যুবা ক্রিকেটার

দুইদিন পেরোতেই করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলাফল এসেছে প্রথম দফায় ‘পজিটিভ’ ফল পাওয়া যুবা ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতির। যদিও এখনো আইসোলেশনেই রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া এই ক্রিকেটার। 

দুইদিন পেরোতেই করোনা 'পজিটিভ' থেকে 'নেগেটিভ' যুবা ক্রিকেটার

যুব দলের ক্যাম্পে ডাক পাওয়া ৪৫ জন ক্রিকেটারের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এলেই মিলবে ক্যাম্পে যাওয়ার অনুমতি। তাই নির্ধারিত সময়ে সব ক্রিকেটার করোনা পরীক্ষা করান।

Also Read - প্রথম দুই ম্যাচকে জীবনের শিক্ষা হিসেবে নিয়েছেন খালেদ


তবে দ্বিতীয় দফার পরীক্ষায় যে ১৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ নমুনা দিয়েছিলেন, তাদের মধ্যে ইফতির ফল ‘পজিটিভ’ আসে। এরপর তাকে আইসোলেশনে নেওয়া হয়। বিসিবির মেডিকেল টিম বৃহস্পতিবার (২০ আগস্ট) আবার তার নমুনা সংগ্রহ করে। সেই নমুনার ফল অবশ্য বলছে, তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই।

নমুনা পরীক্ষার প্রথম দফায় ২৭ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। প্রথম দফার ফলাফলে ২৭ ক্রিকেটারেরই ফল ‘নেগেটিভ’ আসে, তাই তাদের পাঠিয়ে দেওয়া হয় বিকেএসপিতে। দ্বিতীয় দফায় ১৫ জনের করোনা পরীক্ষা হয়। তাতে ইফতেখার হোসেন ইফতির নমুনা পরীক্ষা ফল ‘পজিটিভ’ আসে। তৃতীয় দফায় ১৬ জনের নমুনা পরীক্ষা হয় হয়। তাতে ইফতির দ্বিতীয় দফার ফলসহ সবারই ফল এসেছে ‘নেগেটিভ’।

 

সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনূর্ধ্ব-১৯ দলের এই ক্যাম্প চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। করোনার ঝুঁকি এড়ানোর জন্যই ক্যাম্প শুরুর আগে প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয়েছে। আর এই পরীক্ষা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানেই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

অনূর্ধ্ব-১৯ দলে ক’রোনা উপসর্গ, বন্ধ অনুশীলন

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড ঘোষণা

তৃতীয় পরীক্ষায়ও ‘নেগেটিভ’ যুবা ক্রিকেটার, যোগ দিচ্ছেন ক্যাম্পে

দ্বিতীয় দফা পরীক্ষায় এক ক্রিকেটারের করোনা শনাক্ত

করোনা পরীক্ষা : প্রথম দিনে নমুনা দিলেন ২৭ ক্রিকেটার