Scores

‘দুই দলই একেবারেই নতুন’

বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৬ সালে। ১১ বছর পর সবচেয়ে বেশিবারের বিশ্বচ্যাম্পিয়নরা আবারও বাংলাদেশে আসছে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে। জাতীয় দলের সাবেক খ্যাতিমান ক্রিকেটার মোহাম্মদ রফিক মনে করছেন, আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য অনেক বড় এক পরীক্ষাই হতে চলেছে।

সম্প্রতি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক মানবজমিনএর সাথে আলাপকালে রফিক জানান, ১১ বছর আগের বাংলাদেশ দল কিংবা অস্ট্রেলিয়া দল কেউই আগের মতো নয়। বাংলাদেশ যেমনি শক্তিমত্তায় বেড়ে উঠেছে, সেভাবে উন্নতি ঘটেনি অস্ট্রেলিয়ার। বরং অস্ট্রেলিয়ার ১১ বছর আগের দলটিকেই বলা হয়ে থাকে তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল। তবুও রফিক মনে করছেন, ২০০৬ সালের চেয়ে কঠিন লড়াই করতে হবে বাংলাদেশকে এবার, দুই দলই একেবারেই নতুন। তবে এখন যেটা হয়েছে সময়ের পার্থক্য, যা দুই দলের অবস্থান অনেক বদলে দিয়েছে। তাই এখন দুই দল মুখোমুখি হলেও আমাদের সময়ের মতো হবে না। বাংলাদেশ এখন দেশের মাটিতে অনেক বেশি শক্তিশালী হলে আমরা যেমন দেশের মাঠে ওদের বিপক্ষে প্রথম নেমেই প্রায় জিতে যাচ্ছিলাম এখন সেটি করা আরো কঠিন হবে। টেস্টে এই নতুন  অস্ট্রেলিয়ার দলের সঙ্গে লড়াটাই বেশ কঠিন ও চ্যালেঞ্জেরই হবে। বলতে পারেন এই সিরিজটি হবে বাংলাদেশ দলের জন্য অনেক বড় পরীক্ষা।

Also Read - পাঁচ বিদেশিতে শাহাদাতের ক্ষোভ


দলের প্রতি পরামর্শ হিসেবে রফিক জানান, দল চাইলে ২০০৬ সালের সিরিজের বাংলাদেশ দলের খেলোয়াড়েরা তাদের অভিজ্ঞতা ভাগ করবেন নবীনদের সাথে। তিনি বলেন, দোয়া করি যেন সবাই ভালো খেলে। তবে আমরা যারা আগে খেলেছি তাদের যদি সাহায্যের বা মতামতের প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে নিতে পারে। সাকিব, মিরাজ যদি আমার কাছে আসে বা টিম ম্যানেজমেন্ট যদি বলে আমার সেই অভিজ্ঞতা স্পিনারদের সঙ্গে শেয়ার করতে আমি রাজি আছি।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের