Scores

দুই ধনঞ্জয়ার তুলনায় লঙ্কান নির্বাচকের অদ্ভুত যুক্তি

সীমিত ওভারের ক্রিকেটে আকিলা ধনঞ্জয়ার অভিজ্ঞতা ধনঞ্জয়া ডি সিলভার চেয়েও বেশি। নামের মত দুজনের ভূমিকায়ও অবশ্য মিল আছে। দুজনই রাইট আর্ম অফব্রেক বল করে থাকেন। টুকটাক ব্যাটও চালাতে পারেন, অর্থাৎ অলরাউন্ডার।

দুই ধনঞ্জয়ার তুলনায় লঙ্কান নির্বাচকের অদ্ভুত যুক্তি

যদিও শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে দুই ধনঞ্জয়ার একজন জায়গা পেয়েছেন। ধনঞ্জয়া ডি সিলভা এক্ষেত্রে ভাগ্যবান হলেও কপাল পুড়েছে আকিলা ধনঞ্জয়ার। যদিও ডি সিলভার চেয়ে আকিলার পরিসংখ্যানই বেশি সমৃদ্ধ।

Also Read - বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন মালিঙ্গা!


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এ সময় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক আশান্থা ডি মেল জানান কেন আকিলা ধনঞ্জয়াকে না নিয়ে ধনঞ্জয়া ডি সিলভাকে দলে নিয়েছেন তারা।

আশান্থা বলেন, ‘প্রতি ২৬ বলে ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট পেয়েছে। অন্যদিকে আকিলা ধনঞ্জয়ার একটি উইকেট পেতে ৫০ বলের প্রয়োজন হয়।’

যদিও ডি সিলভার চেয়ে আকিলাই বল হাতে নিয়মিত পারফর্মার। এখন পর্যন্ত আকিলা ওয়ানডে খেলেছেন ৩৪টি, তাতে তার শিকারে রয়েছে ৪৮টি উইকেট। অন্যদিকে ৩২টি ওয়ানডে খেলা ডি সিলভার শিকারে রয়েছে মাত্র ১৫টি উইকেট। শুধু তা-ই নয়, বল হাতে গড়ের দিক থেকেও এগিয়ে আছেন আকিলা ধনঞ্জয়া।

শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াড নিয়ে ইতোমধ্যে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। দলে আকিলা ধনঞ্জয়ার মত পরিণতি বরণ করে নিতে হয়েছে অভিজ্ঞ দীনেশ চান্দিমাল ও উপুল থারাঙ্গাকে। তাদের দুজনের কেউও দলে সুযোগ পাননি।

ধনঞ্জয়া ডি সিলভা ও আকিলা ধনঞ্জয়া দুজনই স্পিনিং অলরাউন্ডার হলেও মূলত তাদের অফ স্পিনের দক্ষতার কারণেই আলোচনায় ছিলেন। সেখাতে অভিজ্ঞতা ও পরিসংখ্যানে পিছিয়ে থাকা ডি সিলভাকেই নির্বাচকরা বেছে নেওয়ায় শুরু হয়েছে সমালোচনা।

একনজরে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, লাহিরু থিরিমান্নে,

অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, জেফরি ভেন্ডারসে, থিসারা পেরেরা,

ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, মিলিন্দা সিঁড়িবর্ধনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!