Scores

দুই নারী ক্রিকেটার বিয়ে করলেন একে অপরকে

সমকামী বিয়ে এখনও বিশ্বে বৈধতা না পেলেও ইউরোপের বিভিন্ন দেশে একে স্বাভাবিক ব্যাপার হিসেবেই দেখা হয়। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে একাধিক জুটি সমকামী হয়েই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, যারা কিনা ক্রিকেট অঙ্গনের সাথে যুক্ত। এবার আবারও দেখা গেল এমন ‘দৃশ্য’।

দুই নারী ক্রিকেটার বিয়ে করলেন একে অপরকে

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটারের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নিউজিল্যান্ডের এক নারী ক্রিকেটার। ঘটনাটি ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলেছে। দুই নারী ক্রিকেটারের বিয়ে তৃতীয় ঘটনা এটি।

Also Read - আবাহনীর সহজ জয়ের কারিগর সাইফউদ্দিনআলোচনার জন্ম দেওয়া এই দুই ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের হ্যালে জেনসেন ও অস্ট্রেলিয়ার নিকোলা হ্যানকক। ২৬ বছর বয়সী জেনসেন কিউইদের জার্সি গায়ে খেলেছেন ৮টি একদিনের ম্যাচ ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ।

২৩ বছর বয়সী হ্যানকক এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর বিগ ব্যাশে মাঠ মাতিয়েছেন।

দুই নারী ক্রিকেটারের বিয়ে করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

ক্যালিস-কেকেআরের ৯ বছরের সম্পর্ক বিচ্ছেদ

অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াডে চমক

ভনকে ‘ইডিয়ট’ বললেন গিলক্রিস্ট

বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী ইংল্যান্ড

ফাইনালের ভেঁপু শুনছে স্বাগতিক ইংল্যান্ড