দুই ফরম্যাটে দুই কোচ চান না সালাউদ্দিন
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর এখনো নতুন প্রধান কোচ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের পরমার্শক হিসেবে নিয়োগ পাওয়া গ্যারি কারস্টেন পরামর্শ দিয়েছেন দুই ফরম্যাটে দুই কোচ রাখার। তবে তার সাথে একমত নন বাংলাদেশের খ্যাতনামা কোচ সালাউদ্দিন।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, “আমি মনে করি না আলাদা আলাদা কোচ রাখার ধারণাটি সফল হবে। দুই কোচের তত্ত্বটা এখানে কাজ করার মত না। বাংলাদেশ হচ্ছে সেইসব অল্প দলগুলোর মধ্যে একটি যাদের তিন ফরম্যাটের ক্রিকেটার প্রায় এক এবং একই সফর বা সিরিজে টেস্ট এবং ওয়ানডেতে দুই কোচের কাছে দুই ধরণের পরামর্শ গ্রহণ তাদের জন্য কঠিন হয়ে যাবে।”
একজন প্রধান কোচ থাকলে ড্রেসিং রুমের পরিস্থিতিও স্থিতিশীল থাকে বলে মনে করেন তিনি। ড্রেসিং রুমের স্থিতিশীলতার ওপর বেশ গুরুত্ব আরোপ করেন এ কোচ। তাছাড়া তিনি মনে করেন সবার লক্ষ্য থাকতে হবে এক সুতোয় গাঁথা।
Also Read - ছিটকে গেলেন বাবর আজমতিনি বলেন, আসন্ন বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের একটা সাধারণ ও নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। কিন্তু লাল বল ও সাদা বলের জন্য দুইজন কোচ ড্রেসিং রুমে থাকলে এটা সম্ভব নাও হতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশ ক্রিকেট তখনই ভালো সময় পার করেছে যখন একটা স্থিতিশীল ড্রেসিং রুম ছিল। ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স অথবা চন্ডিকা হাথুরুসিংহে- প্রত্যেক সময়েই নেয় নাকি তা প্রমাণিত হয়ে আসছে।”
তিনি বলেন, “এটা সত্য যে হাথুরুসিংহের পরিচালনার পন্থা প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু তিনি নিশ্চিত করেছিলেন যে আমরা একই ফোকাস ধরে এগিয়ে যাব।”
“আমরা যদি এগিয়ে যেতে চাই, যিনি আমাদের পরবর্তী লক্ষ্য উপলব্ধি করতে পারবেন এবং সাফল্য অর্জনে ঐ অনুসারে পরিকল্পনা করবেন। এ জায়গায় দুই কোচ থাকলে এভাবে নাও হতে পারে।” বলেন তিনি।
তবে একজন প্রধান কোচের নেতৃত্বে কোচিং প্যানেলে বিভিন্ন বিশেষ কোচ আনার বিষয়টিকে স্বাগতম জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ছিটকে গেলেন বাবর আজম