Scores

‘দুই বছর আগে যে লিটন ছিলাম, এখন সে লিটন নেই’

নিজের মধ্যে ম্যাচুরিটি এসেছে সেটি বিপিএল চলাকালীনই বলেছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকানোর পর একই কথা জানালেন তিনি।

১২৬ রানের অপরাজিত ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন লিটন। ছবিঃ বিডিক্রিকটাইম

ক্যারিয়ারের শুরুতে প্রথম থেকেই বেশ তাড়াহুড়োর মধ্যে থাকতেন লিটন। অভিষেকের পর থেকেই চোখ ধাঁধানো শট খেলে মন জয় করেন তিনি। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে না পারার জন্য দারুণ শুরুর পরেও থামতে হতো অল্প রানে। অবশ্য পুরনো অভ্যাস এখনো ত্যাগ করতে পারেননি তিনি। তবে নিজেকে আগের থেকে কিছুটা পরিবর্তন করেছেন। পরিবর্তন এসেছে মানসিকতায়ও।

আগে তাড়াহুড়োর মধ্যে খেললেও এখন বুঝে-শুনেই খেলার চেষ্টা করেন। জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত সেটিরই প্রমাণ দিয়েছেন ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলে। নিজের ভিতর যে পরিবর্তনটা এনেছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরও একবার বললেন এ ব্যাটসম্যান।

Also Read - 'নার্ভাসনেস'ই লিটনের সেঞ্চুরির রহস্য!


“বিপিএলের সময়ও বলেছি- ম্যারিউচিটির লেভেল বেড়েছে। খেলা দেখে বোঝা যায়, ব্যাটিং দেখে হয়ত বুঝতে পেরেছেন আমি দুই বছর আগে যে লিটন ছিলাম, এখন সেই লিটন নেই।”

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছিলেন এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে। তার ওই সেঞ্চুরির জন্য দেশ-বিদেশ থেকে বেশ প্রশংসিতও হয়েছিলেন লিটন। ভারতের বিপক্ষে শতকের পর দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এবারো মুগ্ধ করেছেন তার শট দিয়ে। তবে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পার্থক্য বুঝালেন লিটন।

“আমি আগে দেখতাম না (নিজের ব্যাটিং)। কিন্তু এক বছর ধরে দেখি, রিভিউ করি নিজের ব্যাটিং। সেঞ্চুরি অবশ্যই অনেক উপরে। ওই সেঞ্চুরি এশিয়া কাপে ছিল। এটা হয়ত এত বড় ম্যাচ না। এশিয়া কাপে বড় দলের বিপক্ষে সেঞ্চুরি করেছি। কিন্তু সেঞ্চুরি করতে হলে এশিয়া কাপে যেমন মনোযোগ রাখতে হবে, এখানেও একই- কোনো কমতি নেই।”

নিজের ইনিংস্টা আরেকটু বড় করতে পারতেন লিটন। তবে ছয় মেরে পায়ের মাংশ পেশিতে ছোট পান লিটন। তারপর আর ব্যাটিংয়ে নামা হয়নি লিটনের। যার কারণে ১২৬ রানেই অপরাজিত থেকে থামে তার ইনিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা সফরে কমছে টেস্ট, যোগ হচ্ছে টি-২০!

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি

শনিবার থেকে অনুশীলন, কোয়ারেন্টিন শেষে ফিরবেন তামিম

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তামিম