Scores

দুবাইতে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি ও পিসিবি প্রধান

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। পাকিস্তান সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা রাখার নিশ্চয়তা দিলেও বাংলাদেশ সরকার দীর্ঘ সময়ের জন্য পাকিস্তান সফরের অনুমতি দেয়নি ক্রিকেটারদের।

দুবাইতে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি ও পিসিবি প্রধান

ফলে টেস্ট সিরিজ না খেলে শুধু টি-টোয়েন্টি সিরিজ দিয়েই পাকিস্তান সফরের ইতি ঘটাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ নারাজ। সংস্থাটির চাওয়া, টি-টোয়েন্টি না খেলে হলেও টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

Also Read - বাংলাদেশের সমালোচনায় মুখর রমিজ রাজাএমন পরিস্থিতিতে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি। চলতি সপ্তাহে সেই আলোচনার টেবিল বসবে সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে।

আইসিসির সভায় যোগ দিতে দুই বোর্ড প্রধানই দুবাইয়ে অবস্থান করবেন। এই ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনাটাও সেরে নিতে চান তারা। বলার অপেক্ষা রাখে না- বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েই আলোচনা হবে দুই বোর্ড প্রধানের মধ্যে।

পাপন ও মানি ছাড়াও দুই বোর্ডের ঊর্ধ্বতন কর্তারা এই আলোচনায় উপস্থিত থাকবেন।

আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, সফরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ সময় পাকিস্তানে অবস্থান করতে হবে বলে বাংলাদেশের সরকার ও বোর্ড টেস্ট খেলতে আপত্তি জানিয়েছে।

এ নিয়ে বিগত এক মাস ধরে অনেক জলঘোলা ও আলোচনা হলেও এখনো কোনো সমাধান আসেনি। দুই বোর্ড প্রধানের সভায় কোনো সমাধান আসে কি না, সেটাই এখন দেখার বিষয়!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা প্রোটিয়ারা এবার স্পন্সরও হারালো