
গত রবিবার (৯ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সৃজনশীল ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রীড়া ব্যাক্তিত্বের পুরস্কার পেয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমরান খান। ৬৯ বছর বয়সী ইমরান বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে নাম লেখানোর আগে প্রায় ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপও জেতেন ইমরান। সেই বছরই অবসরের ঘোষণা দেন সব ধরনের ক্রিকেট থেকে। ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন হিসেবেই বিবেচনা করা হয় তাকে।
নিজ দেশ পাকিস্তানেও বেশ সম্মানিত একজন ব্যক্তি ইমরান। দুই বছর আগে পাকিস্তানের যুবকদের উন্নয়নে ৬৩৯ মিলিয়ন ডলারের একটি প্রকল্প হাত নেন তিনি। যার ফলে অনেক তরুণ-তরুণিরা বৃত্তি এবং দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে, যার মধ্যে অনেকে খেলাধুলাতেও বৃত্তির সুযোগ পেয়েছে। তাছাড়া পাকিস্তানের ৪০০০ এর চেয়েও বেশি গ্রাম এবং ইউনিয়নের প্রতিটিতে ক্রিকেট মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইমরান।
পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে রাজনৈতিক ভূমিকা ছাড়াও খেলার মাঠে বল-ব্যাট হাতেও অবদান রেখেছেন ইমরান। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৮টি টেস্ট ম্যাচ খেলে ৩৬২টি উইকেট নিয়েছেন ইমরান। রান করেছেন ৩৮০৭, আছে ৬টি সেঞ্চুরিও। ১৭৫টি ওয়ানডে খেলে ১৮২টি উইকেট শিকার করেছেন তিনি, রান করেছেন ৩৭০৯, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ১৯ বার।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের নায়ক হিসেবে বিবেচিত হন ইমরান। সেই বিশ্বকাপে পাকিস্তানকে সেভাবে কেউ ফেবারিটের তালিকায় না রাখলেও শেষ পর্যন্ত ঠিকই শিরোপা জিতে নেয় পাকিস্তান। আর সেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই ইমরানই। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হিসেবেও সম্ভবত এই বিশ্বকাপ জয়কেই বিবেচনায় রাখতে হবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।