Scores

দুর্ঘটনার কবলে গাভাস্কার-মাঞ্জরেকার

স্বাগতিক ভারত ও সফরকারী উইন্ডিজের মধ্যকার ম্যাচে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভাত্রের সাবেক দুই ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জরেকার।

দুর্ঘটনার কবলে গাভাস্কার-মাঞ্জরেকার

মঙ্গলবার (৭ নভেম্বর) লক্ষ্ণৌর নবনির্মিত ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও উইন্ডিজ। এটিই ছিল এই ভেন্যুর প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন। ম্যাচের ধারাভাষ্য দিতে গাভাস্কার ও মাঞ্জরেকার যেই না ধারাভাষ্য কক্ষে প্রবেশ করবেন, তখনই ঝরঝর করে ভেঙে পড়ে ধারাভাষ্য কক্ষের প্রবেশপথের কাঁচ। কপালগুণে এ সময় বেঁচে যান সাবেক এই দুই ক্রিকেটার। তা না হলে কাঁচগুলো ভেঙে হয়ত তাদের গায়েই পড়তো!

কাঁচের দরজা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়াকে মাঞ্জরেকার তুলনা করছেন তাসের ঘরের ভেঙে পড়ার সাথে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, তাসের ঘরের মতো হঠাৎ ভেঙে পড়ে দরজার কাচকপাল ভালো যে আমরা বেঁচে গেছিকোনোরকম আঘাত লাগেনিতবে ওই কাঁচের দরজার টুকরো গায়ে পড়লে বড় চোট লাগত

Also Read - বিদায়ী টেস্টে হেরাথের আরেকটি রেকর্ড


অভিষেক আন্তর্জাতিক ম্যাচেই লক্ষ্ণৌর নবনির্মিত ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন ঘটনা ভারতের ক্রিকেট অঙ্গনে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। কাঁচ ভেঙে পড়ার পাশাপাশি ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট ও ইন্টারনেট সমস্যারও অভিযোগ উঠেছে নতুন ভেন্যুটির বিরুদ্ধে।

প্রসঙ্গত, ৫০ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়াম নির্মিত হয় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে। নতুন স্টেডিয়াম হিসেবে এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা। তবে প্রথম দিনেই গুরুতর অভিযোগ ওঠায় এই ভেন্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন পড়েছে হুমকির মুখে।

অবশ্য ম্যাচের আয়োজক উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তারা জানিয়েছেন, এই স্টেডিয়ামটির মালিক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হওয়ায় তথা স্টেডিয়ামটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় নানা অনিয়ম নিয়ে সংস্থার সদস্যদের তেমন কিছু করার ছিল না!

আরও পড়ুন: জেলে যেতে হয়েছে মুশফিকের ভক্তকে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ম্যানচেস্টার টেস্ট জমে ক্ষীর!

২০২১ টি-২০ বিশ্বকাপ ভারতে, বাড়ল অস্ট্রেলিয়ার অপেক্ষা

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও

আবারো সন্ত্রাসী হামলার শিকার পাকিস্তানের ক্রিকেট

শীঘ্রই দেশে ফিরছেন সাকিব