Scores

দুর্দান্ত ব্রডের তোপে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হারলেও শেষ দুইটি ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে বাদ পড়া স্টুয়ার্ট ব্রড দলে ফিরেই পরের দুই ম্যাচে শিকার করেছেন মোট ১৬টি উইকেট। তৃতীয় ম্যাচে ব্রডের ১০ উইকেট শিকারে ইংল্যান্ড ম্যাচ জিতেছে ২৬৯ রানে।

দুর্দান্ত ব্রডের তোপে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ররি বার্নস, ওলি পোপ ও জস বাটলারের অর্ধশতকে ৩৬৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ৯১ রানে আউট হয়ে প্রথম শতকের আশা ভঙ্গ হয় পোপের। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চারটি উইকেট শিকার করেছিলেন কেমার রোচ।

Also Read - ক্যান্সার জয় করে ক্রিকেটে ফেরার কৃতিত্ব শচীনকে দেন যুবরাজ


প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অলআউট হয় ১৯৭ রানে। ছয়টি উইকেট শিকার করেন ব্রড। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন অধিনায়ক জেসন হোল্ডার।

দ্বিতীয় ইনিংসে শতকের আশা দেখিয়ে ৯০ রানে ফিরতে হয় বার্নসকে। জো রুট ৬৮ রানে অপরাজিত ও ডমিনিক সিবলি করেন ৫৬ রান। ইংল্যান্ড ইনিংস ঘোষণা করেন ২ উইকেটে ২২৬ রানে। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৯৯ রানের।

দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয়ানদের ত্রাশ হয়ে দাঁড়ান ব্রড। তার সাথে যোগ দেন ক্রিস ওকস। এই ইনিংসে ব্রড ও ওকস উইকেটগুলো ভাগাভাগি করে নেন। চারটি উইকেট শিকার করে ম্যাচে ১০ উইকেট শিকার করেন ব্রড। ওকস শিকার করেন পাঁচটি উইকেট। ইংল্যান্ড পায় ২৬৯ রানের বিশাল জয়। পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড ৩৬৯/১০ (প্রথম ইনিংস)

ওয়েস্ট ইন্ডিজ ১৯৭/১০ (প্রথম ইনিংস)

ইংল্যান্ড ২২৬/২ (দ্বিতীয় ইনিংস ঘোষণা)

ওয়েস্ট ইন্ডিজ ১২৯/১০ (দ্বিতীয় ইনিংস)
হোপ ৩১, ব্ল্যাকউড ২৩;
ওকস ৫/৫০, ব্রড ৪/৩৬।

ফলাফল : ইংল্যান্ড ২৬৯ রানে ম্যাচ ও ২-১ ব্যবধানে সিরিজ জয়ী।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

‘১২’ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস, লাগবে অস্ত্রোপচার

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

‘উইকেট’ বদলে হয়ে যাচ্ছে ‘আউট’!

এবার সেরার পুরস্কার উঠল ভুবনেশ্বরের হাতে

সামাজিক যোগাযোগমাধ্যম বর্জনের হুমকি ইংলিশদের