Scores

‘দুর্ভাগা’ মুমিনুল!

এশিয়া কাপের দুই ম্যাচে সুযোগ পেয়ে এক ম্যাচে ৯ এবং অন্য ম্যাচে ৫ রান। মুমিনুল হকের দল থেকে বাদ পড়ায় হয়ত দায় আছে এই পারফরম্যান্সেরও। জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে তার জায়গা হয়নি। তবে নির্বাচক হাবিবুল বাশার সুমনের অভিমত, দলের পরীক্ষানিরীক্ষার জন্যই মুমিনুল বাদ পড়েছেন।

‘দুর্ভাগা’ মুমিনুল!
মুমিনুল হক। ©এএফপি

আর এ কারণে মুমিনুলের দুর্ভাগ্যই তাকে দলে জায়গা পেতে দেয়নি বোলে অভিমত তার। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাশার বলেন-

মুমিনুলের একটু দুর্ভাগ্য বলবতার জন্য আমার সহানুভূতি আছেআমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার কখনই শেষ হয়ে যায়নি

ওয়ানডে ক্রিকেটকে এখনও মুমিনুলের অনেককিছু দেওয়ার আছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, আমার মনে হয় ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছেকিন্তু আমাদের কিছু ক্রিকেটারকে দেখতে হতএটা আমাদের সুযোগ, কিছু খেলোয়াড় দেখে নেয়াযেহেতু সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছেজিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ (উইন্ডিজ), নিউজিল্যান্ড সিরিজ, এরপর বিশ্বকাপ আছেআমাদের সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার দিকে নজর নিয়ে দল সাজাতে হয়েছেমুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না

Also Read - ৩০ বছর খুব বেশি বয়স নয় : বাশার


ওয়ানডেতে মনোযোগ দিতে গিয়ে ‘টেস্ট স্পেশালিষ্ট’ তকমা পাওয়া মুমিনুল টেস্টের মনোযোগই হারিয়ে ফেলছেন কি না, এমন শঙ্কাও বাশারের, আমি সম্প্রতি তার ব্যাটিং দেখেছি ওয়ানডেতেসে এখন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যাটসম্যানআমি নিশ্চিত না, ওয়ানডে ব্যাটিংয়ের ভাবনা তার টেস্টের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনাটেস্ট ম্যাচে কিন্তু সম্প্রতি তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি

তবে এতকিছুর পরও মুমিনুলকে এখনও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে কার্পণ্য নেই নির্বাচকদের। বাশার বলেন, টেস্টে কিন্তু সে আমাদের গুরুত্বপূর্ণ সদস্যএটা অস্বীকার করার কিছু নেই, টেস্টে তার ব্যাটিংটা আমাদের খুব দরকারওয়ানডে কিন্তু আমরা চালিয়ে নিতে পারছি, আমাদের বিকল্প আছেকিন্তু টেস্টে মুমিনুলের বিকল্প খুব কমআমরা জানি না তার ওয়ানডের ভাবনা তার টেস্টের পারফরম্যান্সে ক্ষতি করছে কিনা এটা আমরা একদমই চাই নাএই মুহূর্তে তাকে আমরা টেস্টেই বেশি বিবেচনা করছি

আরও পড়ুন: “পারফরম্যান্স ছাড়া যেকোনো ক্রিকেটারই মূল্যহীন”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শাহীন-হাসানকে ছাড়াই পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড

অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে প্রমীলা ক্রিকেট দল

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!

মাশরাফি চাইলে আগামী মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে!

২০২৩ বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে খেলতে হবে ৮টি সিরিজ