Scores

দুশ্চিন্তার বিষয় পেসারদের ফিটনেস

বাংলাদেশ দলের নির্বাচকদের নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেসারদের চোট। দফায় দফায় ফাস্ট বোলাররা চোটে পড়ায় নির্বাচকরা যেন শঙ্কায় পড়েছেন। দল গঠন করতেও ভাবতে হচ্ছে বেশ।

দুশ্চিন্তার কারণ পেসারদের ফিটনেস

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বেশ কজন পেসার চোটের কবলে পড়েছিলেন। অনেকে এখনো সেরে ওঠার পথে। অথচ সামনেই ভারত সফর।

Also Read - আরব আমিরাতেই হোম সিরিজ করবে পাকিস্তান, তবে..


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ভাষ্য, ‘গত ছয় মাস ধরে আমরা পেস বোলারদের নিয়ে যথেষ্ট শঙ্কায় আছি। কারণ এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যে অনেক খেলোয়াড় ইঞ্জুরিতে।’

শুধু জাতীয় দলের পেসাররাই নন। হাই পারফরম্যান্স ইউনিটে থাকা তরুণ পেসারদের ক্ষেত্রেও একই বিপত্তি। চোট কাটিয়ে উঠে তাদের ফিটনেস ফিরে পেতেও সময় লাগছে বেশি। কারণ পেস বোলিংয়ের জন্য প্রয়োজন পূর্ণ ফিটনেস।

নান্নু বলেন, ‘যদি এক থেকে দশ জনের একটি তালিকা করি তাহলে দেখা যাবে পাঁচজন খেলোয়াড়ই ইঞ্জুরিতে পড়ে আছে। এইচপিতে অনেক তরুণ খেলোয়াড় আছে, তারাও ইঞ্জুরিতে পড়েছে। এটি আমাকে যথেষ্ট ভোগাচ্ছে।’

পেস বোলারদের ক্ষেত্রে যথাযথ ফিটনেসের গুরুত্ব একটু বেশিই। চলছে জাতীয় লিগ, সামনে আবার ভারতের বিপক্ষে দুটি টেস্ট। প্রথম শ্রেণির ম্যাচকে সামনে রেখে নির্বাচকদের দুর্ভাবনা তাই পেসারদের ফিটনেস। তবে তার প্রত্যাশা, বর্তমান সময়ে ফিটনেস নিয়ে সচেতন হওয়ায় সুফল পাওয়া যাবে বছর দুয়েকের মধ্যেই।

প্রধান নির্বাচক বলেন, ‘এখন কিছু খেলোয়াড় সেরে উঠেছে। আমাদের পেস বোলারদের নিয়ে সবসময় একটি প্রশ্ন আছে যে আমাদের ফিটনেস নেই। ফিটনেসটা না থাকলে আপনার দুই ইনিংস বল করা আসলেই অনেক কঠিন। এখন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আমরা যেভাবে ফিটনেসের জন্য গুরুত্ব দিচ্ছি এক থেকে দুই বছরের মধ্যে এর ফলাফল তো অবশ্যই পাওয়া যাবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা সফরে কমছে টেস্ট, যোগ হচ্ছে টি-২০!

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি

শনিবার থেকে অনুশীলন, কোয়ারেন্টিন শেষে ফিরবেন তামিম

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তামিম