Scores

দূর থেকেই শিরোপা উদযাপন দেখলেন মঈন-রশিদ

বিশ্বকাপ জয়ে বাঁধা ভাঙা আনন্দ এখন ইংল্যান্ডের আনাচে-কানাচে। তবে মাঠে সতীর্থদের শিরোপা উদযাপন একটূ দূর থেকেই দেখেই আনন্দ ভাগ করে নিলেন দুই ইংলিশ ক্রিকেটার মঈন আলি ও আদিল রশিদ।মূল ম্যাচ ও সুপার ওভার দুইবারেই টাই হওয়ার পর বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থেকে শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড। ক্রিকেটের জন্মদাতারা দ্বাদশ বিশ্বকাপে এসে প্রথমবারের মতো শিরোপা জয়ে স্বাদ পেয়েছে।

ইংল্যান্ডের সংস্কৃতি অনুযায়ী ম্যাচ জয় উদযাপন করার সময় মাঠে মদ ছিটিয়ে আনন্দে ভেঙে পড়েন ইংলিশরা। দেখা যায়, তখন ইংল্যান্ড দলের দুই মুসলিম ক্রিকেটার মঈন ও রশিদ দূরে সরে যান। কারণ ধর্মীয় বিধিনিষেধ। ইসলামে মদ হওয়ায় এই দুই ক্রিকেটার সেখান থেকে সরে দাঁড়ান।

Also Read - ফাইনালে সুপার ওভারের নিয়ম নিয়ে বিতর্ক

ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন না মঈন। লেগ স্পিনার রশিদ এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৮ ওভার বোলিং করে ৩৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। মোট ১১ ম্যাচে ১১টি উইকেট শিকার করেছেন রশিদ। অলরাউন্ডার মঈন ৫ ম্যাচে ৫ উইকেট শিকার ও ৭৫ রান করেছেন।

এর আগেও বেশ কয়েকবার রশিদ ও মঈনের ধর্মভীরুতার পরিচয় দেখা গেছে। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দলের মদ নিয়ে উদযাপনের সময়ও দেখা গিয়েছিল তাদেরকে উদযাপনে অংশ না নিয়ে দূরে সরে যেতে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

‘আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি’

বাংলাদেশকে সবাই ভয় পাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির

‘সাকিবই ছিল ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়’

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস