Scores

দেশকে নিয়ে ভালো কিছু করাই আফিফের স্বপ্ন

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সাকিব আল হাসান বলা যেতে পারে তাকে। সাকিবের মতই অলরাউন্ডার। আবার নিজেও হতে চান সাকিবের মত। আফিফ হোসেন ধ্রুবর চোখেমুখে এখন উজ্জ্বল স্বপ্ন। প্রতিদিন স্বপ্ন দেখেন, দেশকে নিয়ে করবেন ভালো কিছু।

দেশকে নিয়ে ভালো কিছু করাই আফিফের স্বপ্ন

ইদুর আযহার উৎসবমুখর পরিবেশের মধ্যেই আফিফ কথা বললেন বিডিক্রিকটাইমের সাথে। জানালেন, ঈদের সময়টায় পরিবারের সাথেই থাকতে পছন্দ করেন। আফিফের ভাষ্য, ‘ঈদের দিন পরিবারকেই সময় দেওয়ার চেষ্টা করি। সারাদিন বাসায়ই থাকা হয়, অথবা কোনো দাওয়াত থাকলে পরিবারের সবাইকে নিয়ে একসাথেই যাওয়া হয়।’

Also Read - প্রেমের প্রস্তাবকে আফিফের ‘না’!


স্বল্পভাষী এই ক্রিকেটারের সাথে আলাপচারিতায় উঠে আসল আর নানা মজার বিষয়, জানার বিষয়। দেখে নেওয়া যাক একনজরে।

  • জাতীয় দলের কোন ক্রিকেটারের মত হতে চান?

– সাকিব (সাকিব আল হাসান) ভাই।

  • দেশের বাইরের ক্রিকেটারদের মধ্যে আইডল কে?

– অবসর নিয়ে নিয়েছেন… অ্যাডাম গিলক্রিস্ট।

  • প্রতিদিন কোন স্বপ্ন দেখেন?

– নিজের দেশকে নিয়ে খুব ভালো কিছু করা।

  • আফিফ জেদি নাকি শান্ত?

– না, জেদি না। একটু চুপচাপ থাকতেই পছন্দ করি।

  • খেলার বাইরে কী নিয়ে ব্যস্ত থাকা হয়?

– সারাদিন তো প্র্যাকটিসেই থাকি। প্র্যাকটিস ছাড়া সাধারণত বন্ধুদের সাথে গেম খেলা হয় বা আড্ডা দেওয়া হয়। গেম ফিফা খেলা হয় বেশি।

  • প্রিয় বন্ধু কে?

– জাকির (জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা জাকির হাসান)। শাকিরি নামে ডাকি তাকে। ও দেখতে সুইস ফুটবলার শাকিরির মত ছোটখাটো। আমাদের সামনে শাকিরির ভাব নেওয়ার চেষ্টা করে।

  • ক্রিকেটার না হলে কী হতেন?

– পড়াশোনাই করতে হত।

  • প্রিয় খাবার?

– প্রিয় খাবার তো সবকিছুই!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘পাইপ লাইনে আরও কয়েকটা ছেলে আছে এমন’

আমার মত করে খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: আফিফ

অর্ধ-শতকের পরও কেন উদযাপন করেননি আফিফ?

আফিফকে প্রধানমন্ত্রীর ফোন, দেখেছেন পুরো ম্যাচ

‘ইতিবাচক ব্যাটিংয়ে’ই আফিফের এই বাজিমাত