Scores

দেশবাসীর প্রতি সাব্বিরের একটাই অনুরোধ

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির রহমান ‘একটি অনুরোধ’ জানিয়েছেন দেশবাসীর প্রতি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় সাব্বির সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

দেশবাসীর প্রতি সাব্বিরের একটাই অনুরোধ

লকডাউন মেনে সবাইকে ঘরে থাকার আহ্বানই সাব্বিরের অনুরোধ। সাব্বির মনে করেন, সরকারের নির্দেশনা মেনে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করলে শীঘ্রই এই দুর্যোগ ও দুঃসময় পেছনে ফেলবে বাংলাদেশ।

Also Read - পাকিস্তানকে ফাঁকি দিয়েছেন আমির-ওয়াহাব!সাব্বির বলেন, ‘আশা করি আপনারা ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় না। একটি অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। অনুগ্রহ করে আপনারা বাসায় থাকুন। দয়া করে বাসা থেকে বের হবেন না।’

অন্তত নিজের প্রিয়জন ও পরিবারের সুস্থতার জন্য হলেও সচেতন থাকা উচিৎ। কারণ করোনাভাইরাস ছোঁয়াচে রোগ, দ্রুতই তা একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হতে পারে।

তাই সাব্বিরের আহ্বান, ‘সরকারের নির্দেশনা মেনে চলুন। লকডাউন মেনে চলুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, বাসার লোকজন সুস্থ থাকবে, গোটা দেশ সুস্থ থাকবে। আশা করি সবাই বাসায় থাকবেন।’

এছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই তারকা ব্যাটসম্যান। তিনি আরও বলেন, ‘যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ইনশাআল্লাহ্‌ এই দুঃসময় পার করে ভালো সময় আসবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় মাশরাফির অনুদান

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর

লকডাউনে নিয়ম ভেঙে তোপের মুখে ভারতীয় পেসার

ঈদে মাশরাফি-সাকিবের অনুরোধ

চার তরুণ স্বপ্ন দেখায় নতুন বাংলাদেশের