Scores

দেশি-বিদেশি ১২ দল নিয়ে ঢাকায় ‘সিক্স এ সাইড’

৮ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। প্রয়াত এই মানুষটির স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কায়সার সিনহা মেমোরিয়াল সিক্স এ সাইড ক্রি‌কেট’ টুর্নামেন্ট।  


৯ ও ১০ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নিবে দেশি-বিদেশি মিলে ১২টি ক্লাব। যার মধ্যে থাকছে বাংলাদেশের ৮টি ও বিদেশের  ৪টি ক্লাব।

বাংলাদেশের ক্লাবের মধ্যে রয়েছে- উত্তরা ক্লাব, চিটাগং ক্লাব, ঢাকা ক্লাব (লাল), ঢাকা ক্লাব (সবুজ), ক্যাডেট কলেজ ক্লাব, ব্যালিসেরা ভ্যালি ক্লাব, চিটাগং সিনিয়র ক্লাব ও গুলশান ক্লাব।

অন্যদিকে বিদেশি ক্লাবের মধ্যে রয়েছে- কলকাতার সিসিএফসি, মালয়েশিয়ার রয়্যাল সেলাঙ্গর ক্লাব, ক্যালকাটা ক্লাব ও স্যাটারডে ক্লাব।

Also Read - এনামুলের হ্যাটট্রিক, শেষ ইনিংসেও রাজিনের ব্যাটে রান

আজ (৭ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন এই টুর্নামেন্টে ব্যাপারে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিসিবির গর্ভনিং বডির মোহাম্মদ মাহবুবুল আনাম, মোঃ শাহেদ রেজা, মোঃ ফারুক আহমেদ, ইসমাইল হায়াদার মল্লিক ও বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকর আতাহার আলী খান। এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন ইফতেখার আহমেদ, মোঃ ফাহিম সিনহা প্রমূখ।

উল্লেখ্য, চলতি বছরের ৮ আগস্ট রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আফজালুর রহমান সিনহা। বেশ কদিন ধরে লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। আক্রান্ত ছিলেন জটিল লিভার ক্যান্সার রোগে। গত কয়েক মাসে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করলেও তার শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি।

ব্যক্তি জীবনে আফজালুর রহমান সিনহা ক্রিকেট সংগঠক পরিচিতি ছাড়াও যুক্ত ছিলেন বিভিন্ন সংগঠন ও সমেজসেবামূলক কর্মকাণ্ডের সাথে। ২০১৭-১৮ মেয়াদের দেশের অন্যতম অভিজাত ক্লাব ঢাকা ক্লাব’র প্রেসিডেন্ট ছিলেন তিনি। ছিলেন একমি গ্রুপের চেয়ারম্যানও। এছাড়াও আবাহনী ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

[আরও পড়ুনঃ এনামুলের হ্যাটট্রিক, শেষ ইনিংসেও রাজিনের ব্যাটে রান]

Related Articles

কে হচ্ছেন সিনহার উত্তরসূরি?

পরকালে পাড়ি জমালেন আফজালুর রহমান সিনহা

‘বাংলাদেশে ভারতের মতো প্রতিভাবান ক্রিকেটার নেই’