Scores

দেশের জন্য আরো অবদান রাখতে চান মুশফিক-মাশরাফি

image-28754

গত আগস্ট থেকে দেশের ক্রীড়াঙ্গনে যে যার অবস্থান থেকে দেশের জন্য অবদান রেখে যাওয়া ক্রীড়াবিদদের গতকাল গনভবনে সম্মাননা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১ ঘন্টা ধরে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সেই সাথে পুরস্কৃত করা হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকেও।

গত বছরের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় থেকে শ্রীলঙ্কা সিরিজ অব্দি ভালো খেলার কারণে ক্রিকেটারদের হাতে চেক তুলে দেন শেখ হাসিনা। বাংলাদেশ দলের দুই অধিয়ানক মুশফিক ও মাশরাফির হাতে তুলে দেন ১ কোটি টাকার চেক। এমন সম্মননা পেয়ে আনন্দিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের জন্য আরো রাখতে চান বলে জানিয়েছেন তিনি।

Also Read - ক্রিকেট ছেড়ে ফাউন্ডেশনে মনোযোগ আফ্রিদির


“আমরা সবসময় চেষ্টা করি দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবো। আর সেই সম্মানের স্বীকৃতি যদি প্রধানমন্ত্রীর কাছে থেকে পাওয়া হয় সেটা আমাদের জন্য অনেক বড় প্রেরনা এবং ভবিষ্যতেও এটি আমাদের আরো অনুপ্রেরণা জোগাবে। চেষ্টা করবো দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি।”

টেস্ট দলের সাফল্যের পাশাপাশি ওয়ানডেতে বেশ সফল বাংলাদেশ দল। টেস্ট দলপতি মুশফিকের পর ১ কোটি টাকার চেক তুলে দেন ওয়ানডে দলপতি মাশরাফি মুর্তজার হাতেও। প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মননা পেয়ে আনন্দিত সীমিত ওভারের অধিনায়কও। তবে তার কণ্ঠেও ভেসে উঠলো অন্য সুর।

“যত স্পোর্টস আছে বাংলাদেশের উনাদের সাথে আগে কখনো কিংবা সবসময় দেখা হয়না। এখানে এসে উনারদের সবার সঙ্গে দেখা হলো। অন্যদিকে একই সময়ে যেটাই আমরা পাই না কেন, উনাদের যে সম্মাননা দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সমালোচনাকারীদের জবাব দিতে ব্যর্থ সৌম্য

লিখন-রিশাদকে দলে না নেওয়ায় বরখাস্ত দুই কোচ!

ভারত সফরের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

বিপিএল: প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত

ফিল্ডিংয়ের ‘বেসিক’ জানেন না জাতীয় দলের অনেকেই!