দেশের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন রশিদ
প্রতিশ্রুতি কীভাবে রক্ষা করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত যেন স্থাপন করে গেলেন রশিদ খান। আফগান এই লেগ স্পিনিং অলরাউন্ডার জাতীয় দলের জন্য মাত্র ২ ম্যাচ খেলেই বিদায় বলেছেন পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)।
রশিদ এবারই প্রথম খেলেছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে। তাকে নিয়ে উন্মাদনাও ছিল অন্যরকম। দুই ম্যাচের একটিতে আলোও ছড়িয়েছেন। জাতীয় দলের দোহাই দিয়ে অবশ্য পিএসএলে না আসলেও পারতেন। তবে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে খেলতে এসেছেন কোয়ারেন্টিনের ঝক্কি-ঝামেলা পোহানো সত্ত্বেও।
Also Read - সাকিববিহীন বাংলাদেশ নিয়ে নিউজিল্যান্ডে ইতিহাস গড়তে চান ডমিঙ্গোতবে এবার ২ ম্যাচ খেলেই থামছে পিএসএলে রশিদের যাত্রা। আরেক বড় তারকা ক্রিস গেইল জাতীয় দলের জন্য পিএসএল ছেড়েছেন সাময়িকভাবে। তবে রশিদকে ছাড়তে হয়েছে লম্বা সময়ের জন্যই, এ আসরেই আর অংশ নেওয়া হবে না তার।
লাহোর কালান্দার্সে ২ ম্যাচ খেলা রশিদ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবেন সংযুক্ত আরব আমিরাতে। ২ মার্চ শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। সিরিজ শেষ হতে হতে শেষের প্রহর গুনবে পিএসএলও। রশিদের তাই এবার আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই।
এক টুইট বার্তায় রশিদ বলেছেন, ‘খুব অল্প সময়েই পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। জাতীয় দায়িত্বে যোগ দিতে হবে। দারুণ সমর্থন ও ভালোবাসার জন্য লাহোর কালান্দার্স ও সমর্থকদের ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী বছর দেখা হবে।’
Too soon leaving @thePSLt20 But have to attend National duty ?? . Thank you @lahoreqalandars and to all the fans for the great support and love .INSHALLAH see you next year . ?? pic.twitter.com/ar6TJ1c0jc
— Rashid Khan (@rashidkhan_19) February 23, 2021