Scores

দেশে ফিরেই অনুশীলনে ব্যস্ত তামিম

বিশ্বকাপটা ভীষণ বাজে কেটেছে। পঞ্চপাণ্ডবের একজন হওয়ায় তামিম ইকবালের উপর সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু সেই আকাশচুম্বী প্রত্যাশার একটুও পূরণ করতে পারেননি তামিম।

দেশে ফিরেই অনুশীলনে ব্যস্ত তামিম
বিশ্বকাপে ভালো না করাতেই কি দেশে ফিরে অনুশীলনে তামিমের গভীর মনোযোগ? ফাইল ছবি: বিডিক্রিকটাইম

তামিম নিজেও হয়ত এ কারণে অনুতপ্ত। আর তাই দেশে ফিরেই হাতে তুলে নিয়েছেন ব্যাট। রোববার (৭ জুলাই) দেশে ফেরা বাংলাদেশি ওপেনার মঙ্গলবারই (৯ জুলাই) নেমে পড়েছেন অনুশীলনে।

Also Read - “আমরা অধৈর্য হয়ে যাই, দলকে সময় দিতে হবে”


এদিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন তামিম। এ সময় তাকে সাবলীল ব্যাটিং করতেই দেখা যায়। যদিও পুরো বিশ্বকাপ জুড়ে তার ‘বডি ল্যাঙ্গুয়েজ’ ও ফিটনেস নিয়ে অনেক কথাই উঠেছিল।

অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপ শেষে বিশ্রাম হয়ত ফিরিয়ে দেবে পুরনো তামিমকে। যদিও তামিম ব্যাট হাতে প্রস্তুতিতেই দেখছেন সমাধান। চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারী হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজে বিশ্রাম পেতে পারেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মত সিনিয়র ক্রিকেটাররা। দলের ব্যাটিং অর্ডার দেখভালের মূল দায়িত্ব তাই তামিমকেই পালন করতে হবে।

বিশ্বকাপে ৮ ইনিংসে ওপেন করতে নেমে তামিমের ঝুলিতে জমা পড়েছে মাত্র ২৩৫ রান। মাত্র একটি অর্ধ-শতক হাঁকিয়েছেন, কোনো শতক তো নেই-ই। রানের দিক থেকেই নয় শুধু। তামিমের ব্যাটিং ভঙ্গিও কুড়িয়েছে সমালোচনা। বিশ্বকাপে তামিমের ব্যাটিং অনেক সময় টপ অর্ডারকে চাপে ফেলেছে বলেও সমালোচনা করেছেন অনেকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তামিমের অনুপস্থিতির সুযোগ নিতে চান জহুরুল

ক্যাম্প থেকে খোঁজা হবে তামিমের বিকল্প

ক্রিকেটারদের ঈদ

আফগান সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

বিশ্রাম চেয়েছেন সিনিয়র ক্রিকেটাররা