দেশ ছাড়ার আগে প্রত্যয়ী কণ্ঠে সাইফ-মিঠুন
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট ও ইংল্যান্ডে বিশ্বকাপকে সামনে রেখে বুধবার (১ মে) সকালে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ৫ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। তারপর ৩০ মে থেকে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে আয়ারল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান টাইগাররা।
মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিশ্বাস রাখতে বলেছেব তাদের ওপর। আয়ারল্যান্ডে ভালো করার আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে চান তিনি।
মিঠুনের ভাষায়, ‘আমরা আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করব। দেশের মানুষের কাছে একটাই চাওয়া থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ও আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আয়ারল্যান্ড সিরিজে অবশ্যই ভালো খেলারই লক্ষ্য থাকবে। ওখানে ভালো খেললে আত্মবিশ্বাস আসবে। সেটা বিশ্বকাপে কাজে লাগবে।’
প্রথমবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডাক পেয়ে গর্বিত সাইফ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন। সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চান তিনি।
সাইফ বলেন, ‘প্রথমেই মহান আল্লাহকে ধন্যবাদ। এরকম একটা বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ) খেলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আসলে শুধু সুযোগ পেলে তো হবে না, সুযোগটা কাজে লাগাতে হবে।’
টিম ম্যানেজমেন্ট তার প্রতি আস্থা রাখায় তাদেরকে প্রতিদান হিসেবে ভালো কিছু দিতে চান এই পেস অলরাউন্ডার। দলের জয়ে যথাসম্ভব অবদান রাখতে চান সাইফ।
ভালো কিছুর আশা নিয়ে দেশ ছাড়ার আগে এই তরুণ অলরাউন্ডার আরো বলেন, ‘যেহেতু টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে, চেষ্টা ভালো কিছু দেয়ার। দলের জয়ের জন্য যতটুকু অবদান রাখা যাই চেষ্টা করব। যেহেতু প্রথমে আয়ারল্যান্ড সিরিজ আছে, এটাকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে নিয়ে ভালো করতে হবে। আশা করি ভালো কিছু হবে।’