
আর্থিক অনটনে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। দ্বীপদেশটির সর্বত্র বিরাজ করছে অস্থিরতা। এমন পরিস্থিতির আঁচ অবশ্য স্পর্শ করেনি ক্রিকেটারদের। তারা এখনও স্বাভাবিক জীবনযাপনেই অভ্যস্ত।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ নাভিদ নেওয়াজ জানালেন, ক্রিকেটাররা তাদের খেলা নিয়ে ব্যস্ত থাকায় দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্পর্শ করতে পারেনি। দেশ যখন ঘোর অন্ধকারে আছন্ন, ক্রিকেটাররা তখন খেলা নিয়েই ব্যস্ত ছিলেন।
নাভিদ বলেন, ‘আমাদের ওপর এখন পর্যন্ত প্রভাব পড়েছে বলে মনে হয় না। ক্রিকেটের কর্মসূচি নিয়েই ক্রিকেটাররা ব্যস্ত ছিল। কয়েক মাস ধরেই অনুশীলন চলছে। আমি তাদের ওপর প্রভাব পড়েছে, এমন ঘটনা দেখিনি।’
শ্রীলঙ্কানদের জনরোষের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। এদিকে সরকারবিরোধীদের হামলায় এক সংসদ সদস্য প্রাণ হারিয়েছেন। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া অনেক দিন ধরে। সব মিলিয়ে লঙ্কা যেন হয়ে উঠছে লঙ্কাপুরী।

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে একটু ভালো ক্রিকেট উপহার দেওয়ার আশা নাভিদের। তিনি বলেন, ‘আমার মনে হয়, আন্তর্জাতিক খবরে আসার ভালো সুযোগ এটা। দেশে আমরা সাদা বলে ভালো করেছি। আশা করি ছেলেরা লাল বলে এখানে ভালো করবে, দেশের জন্য ইতিবাচক কিছু আনবে।’
‘খুব বেশি ইতিবাচকতার কিছু নেই। দল হিসেবে দেশে কিছু ইতিবাচক ব্যাপার নিয়ে ফিরতে চাই। যাতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা যায়। এটাই মূল ব্যাপার।’
অবশ্য শ্রীলঙ্কার আগুন ঝরা দিনগুলোর আঁচ দেশের ক্রিকেট অঙ্গনে একদমই লাগেনি- এমনটি বলার সুযোগ নেই। বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা নিয়মিত সরকারের সমালোচনা করে চলেছেন। সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ বসেছিলেন অনশনে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।