Scores

দেয়ালে পিঠ ঠেকে গেছে: সুজন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের শুরুটা ভালো হয়নি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা হজম করেছে ৯১ রানের বড় পরাজয়। এই পরাজয়ে সিরিজে পিছিয়ে যাওয়ার পাশাপাশি মানসিকভাবেও ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

দেয়ালে পিঠ থেকে গেছে সুজন

বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন, এই পরাজয়ে ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে’ বাংলাদেশের। যদিও এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ান সম্ভব এবং ছেলেরা ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের।

Also Read - ঠিক সময়েই অবসর নিয়েছেন মালিঙ্গা!


সুজন মনে করেন, খেলোয়াড়েরা তাদের ভুলত্রুটি বুঝতে পারছেন এবং তারা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টাও করবেন। শনিবার (২৭ জুলাই) কলম্বোতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। তবে এক ম্যাচ হারলেও আমরা বাউন্স ব্যাক করব। আমরা ভুল থেকেই শিখছি। পরবর্তীতে এই ভুল করতে পারব না- এটা ছেলেরাও বুঝে। আমাদের দলের সামর্থ্য আছে, ইনশাআল্লাহ্‌ কামব্যাক করতে পারব।’

বাংলাদেশ হেরে যাওয়ার পর স্বভাবতই কথা উঠছে একাদশ নিয়ে। তবে সুজন জানালেন, সম্ভাব্য সেরা একাদশই শুক্রবার (২৬ জুলাই) খেলতে নেমেছিল প্রেমাদাসায়।

আর তাই এখন কোনো পরিবর্তনের পক্ষপাতী নন তিনি। সুজন বলেন, ‘প্রথম ম্যাচের জন্য আমরা সেরা একাদশটাই বেছে নিয়েছিলাম। দলের উপর বিশ্বাস থাকতে হবে, আমার সেই বিশ্বাস আছে। হয়ত ছেলেরা আরও ভালো করতে পারে, আরও রেসপন্সিবিলিটি নিতে পারে। পরিবর্তনের ব্যাপারে আমরা এখনো চিন্তাই করিনি। সবসময় ভালো হবে তা না। আমি দলের উপর বিশ্বাস রাখতে চাই।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অবসর ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলেন ডু প্লেসিস

শক্ত অবস্থায় জিম্বাবুয়ে

ইনজামামের বিশ্বাস- পাকিস্তানে প্রীত হবে বাংলাদেশ

প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের ধীর শুরু

সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড