দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
বিডিক্রিকটাইমের লাইভ রিপোর্টে আপনাকে স্বাগতম। ম্যাচ সংক্রান্ত খুঁটিনাটি সব আপডেট পেতে ফলো করুন থ্রেডটি। লোড হতে সময় নিলে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ও পেজ রিফ্রেশ করে আপডেটেড থাকুন।
৯.৩ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা রাকিবুল হাসান।
দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে বাংলাদেশ: রান -আউটের মধ্য দিয়ে দলীয় ১৫৭ রানে শেষ হলো দক্ষিণ আফ্রিকার ইনিংস। এর ফলে ১০৪ রানের বড় ব্যবধানে প্রোটিয়াদের হারালো যুবা টাইগাররা। যা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে তুললো দলটিকে।
রাকিবুলের পঞ্চম শিকার বিউফোর্ট: বিউফোর্টকে আউট করার মধ্য দিয়ে ম্যাচে পঞ্চম উইকেটের দেখা পেলেন রাকিবুল।
Also Read - সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তানে খেলবে এমসিসি একাদশপ্রোটিয়াদের অষ্টম উইকেটের পতন: এবার উইকেটের দেখা পেলেন শামীম। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ২ উইকেট। দক্ষিণ আফ্রিকা ১৫৮/৮ (৪০.৩ ওভার)।
রাকিবুলের চতুর্থ শিকার তিয়ান ভ্যান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩ উইকেট।
৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৩২/৬: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৪ উইকেট। পক্ষান্তরে প্রোটিয়াদের দরকার ৭৮ বলে আরও ১২৯ রান।
আবারও রাকিবুলে বিপর্যস্ত প্রোটিয়া শিবির: নতুন স্পেলে বল করতে এসে আবারও সাফল্যর মুখ দেখলেন রাকিবুল। এ যাত্রায় তার শিকার ফিকো মোলেটসান। ১২৩ রানে প্রোটিয়াদের ষষ্ঠ উইকেটের পতন।
বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন শরিফুল: লুক ও জ্যাকের মধ্যকার ৩৬ রানের জুটি ভাঙ্গলেন শরিফুল।.৩২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১১৪/৫।
লুক ও জ্যাকে প্রতিরোধ প্রোটিয়াদের: ৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১১০/৪।
আক্রমণে এসেই উইকেট তুলে নিলেন সাকিব: দ্বিতীয় স্পেলের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন সাকিব। ২৩তম ওভারে দলীয় ৭৭ রানে চতুর্থ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা।
HUGE WICKET IN POTCHEFSTROOM!
Rakibul Hasan bowls Bryce Parsons and sprints off in celebration ? #U19CWC | #SAvBAN | #FutureStars pic.twitter.com/3QyxXoKx9S
— Cricket World Cup (@cricketworldcup) January 30, 2020
রাকিবুলের জোড়া আঘাত: বার্ডকে ফেরানোর পরের ওভারে ব্রাইস পারসনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে সাজঘরে ফেরালেন রাকিবুল। দলীয় ৫৯ রানে দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন।
ভয়ঙ্কর বার্ডকে ফেরালেন রাকিবুল: নিজের দ্বিতীয় ওভারের তিন নম্বর বলে জোনাথন বার্ডের গুরুত্বপূর্ণ উইকেট নিলেন রাকিবুল। ৩৮ বলে ৩৫ রানে করে বার্ড আউট হওয়ায় দ্বিতীয় উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩.৩ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান।
সাকিবের হাত ধরে আসলো প্রথম সাফল্য: ইনিংসের দশম ওভারে তানজিম হাসান সাকিবের হাত ধরে প্রথম সাফল্যের মুখ দেখলো বাংলাদেশের যুবারা। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারালো প্রোটিয়ারা।
ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা: বাংলাদেশের দেওয়া ২৬২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা। ৫ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
Fans of both teams are out in full force in Potchefstroom for the third Super League quarter-final!#U19CWC | #SAvBAN | #FutureStars pic.twitter.com/NWP7AAu3wJ
— Cricket World Cup (@cricketworldcup) January 30, 2020
“I have the trust that the boys can do it.”
Bangladesh U19 coach Naveed Nawaz is confident that his side can reach the #U19CWC semi-final. pic.twitter.com/tl5EcJhLlk
— Cricket World Cup (@cricketworldcup) January 30, 2020
উল্লেখযোগ্য পরিসংখ্যান: আগে ব্যাট করে ২৫০ বা তার বেশি রান করে ৩৪ বার জিতেছে বাংলাদেশের যুবারা। হেরেছে ৫ বার। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ১০ বারের মধ্যে আটবারই জিতেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬১/৫।
পারভেজ ১৭ (৪০), তামিম ৮০ (৮৪), জয় ৩ (১৫), হৃদয় ৫১ (৭৩), শাহাদাত.৭৪* (৭৬), শামীম ১ (২), আকবর ১৬* (১১)।
তিন ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ: তামিম, শাহাদাত ও হৃদয়ের অর্ধশতকে ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৬১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশের যুবারা।
রান-আউটের শিকার শামীম: নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে বেশিক্ষণ থাকতে পারলেন না শামীম। রান-আউটের ফাঁদে পরে সাজঘরে ফিরলেন তিনি। দলীয় ২৩৫ রানে পঞ্চম উইকেট হারালো যুবারা।
১০২ রানের জুটি ভাঙ্গলেন ফিকো: মাইলফলক স্পর্শের পর বেশিক্ষণ টিকতে পারলেন না হৃদয়। ব্যক্তিগত ৫২ রানে আউট হলেন তিনি। এর ফলে দলীয় ২৩২ রানে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ।
শাহাদাতের পর অর্ধশতকের দেখা পেলেন হৃদয়ও: ৭০ বলে ২ চারে মাইলফলক স্পর্শ করলেন হৃদয়।
৬২ বলে অর্ধশতক পূর্ণ করলেন শাহাদাত: যুব ক্রিকেটে এটি তার চতুর্থ অর্ধশতক। ৬২ বল মোকাবেলায় ৫ চারে মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৪৫ ওভার শেষে বাংলাদেশ ২১২/৩।
৪২.৪ ওভারে দলীয় ২০০ রান পূর্ণ বাংলাদেশের।
These Bangladesh fans are loving their side’s performance so far!
Here is the reaction for Tanzid Hasan’s half-century earlier.#U19CWC | #SAvBAN | #FutureStars pic.twitter.com/Yy14dmfXO5
— Cricket World Cup (@cricketworldcup) January 30, 2020
৩৪ ওভারে দলীয় ১৫০ রান পূর্ণ হলো বাংলাদেশের। ৩৪ ওভার শেষে বাংলাদেশ ১৫৫/৪।
৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৩ রান। হৃদয় ২৩ ও শাহাদাত অপরাজিত আছেন ৭ রানে।
৮০ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরলেন তামিম: ৮৪ বল মোকাবেলায় ১২ চারে এ রান করেন তিনি। তার বিদায়ে দলীয় ১৩০ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।
Tanzid Hasan Tamim departs after playing a brilliant knock. #U19CWC #FutureStars pic.twitter.com/Eiz5Em9f1G
— bdcrictime.com (@BDCricTime) January 30, 2020
২৫ ওভারে বাংলাদেশ ১১৮/২: ৭৫ বল মোকাবেলায় ১১ চারে তামিম ৭২ ও ২০ বল থেকে ১৩ রান নিয়ে ব্যাট করছেন হৃদয়।

বাংলাদেশের শতরান পূর্ণ: ২১তম ওভারে দলীয় শতরান পূর্ণ হলো বাংলাদেশের। ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান।
অর্ধশতক পূর্ণ করলেন তামিম: ৫২ বল মোকাবেলায় ৭ চারে অর্ধশতক পূর্ণ করলেন তামিম। চলটি বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধশতক। বাংলাদেশ ৯২/২।
এবার ফিরে গেলেন মাহমুদুল: প্রোটিইয়াদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরলেন মাহমুদুল হাসান জয়। ১৬.৪ ওভার শেষে বাংলাদেশ ৭৩/২।
লেগ-বিফোরের ফাঁদে পড়লেন পারভেজ। আউট হওয়ার আগে করেছেন ৪০ বলে ১৭ রান। তার বিদায়ে দলীয় ৬০ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ।
বাংলাদেশের দলীয় ৫০ রান পূর্ণ: ১২তম ওভারে দলীয় ৫০ রান পূর্ণ হলো বাংলাদেশের। ১২ ওভারের খেলা শেষে বাংলাদেশ ৬০/০। তামিম ২৭* (৩২), পারভেজ.১৭* (৩৯)।
রানের গতি বাড়িয়ে নিচ্ছেন তামিম-পারভেজ: ১০ ওভার শেষে বাংলাদেশের যুবাদের সংগ্রহ বিনা উইকেটে ৪৮ রান। চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। তামিম ২১ ও পারভেজ ব্যাট করছেন ১৬ রানে।
৮ ওভার শেষে বাংলাদেশ ৩৭/০: তামিম ১৭ বল থেকে ১৫ ও পারভেজ ৩১ বল থেকে ১০ রান নিয়ে ক্রিজে আছেন। উভয় ব্যাটসম্যানই এখনো পর্যন্ত দুটি করে চার মেরেছেন।
বাংলাদেশের সাবধানী শুরু: আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেনের। ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
Toss. The #SAu19s have won the toss and elected to bowl first in this crucial #U19CWC quarter-final.
There are two changes in the South African line-up as all-rounder, Gerald Coetzee returns from injury alongside Mondli Khumalo in a four-man seam attack. #SAvBAN #FutureStars pic.twitter.com/ViNQebkj6N
— Cricket South Africa (@OfficialCSA) January 30, 2020
নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনে আজ মাঠে নামছে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আকবর আলি (অধিনায়ক), শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।
টস: মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। যার ফলে পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে দেখা যাবে বাংলাদেশের যুবাদের।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ আসরের সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দু’দলের মধ্যকার শেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ জিতেছে তিনবার। আর দক্ষিণ আফ্রিকা দু’বার।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।