Scores

দ্বিতীয় টেস্টেই সাকিবের দলে ফেরার প্রত্যাশা

ইনজুরি আক্রান্ত ক্রিকেটার সাকিব আল হাসান দলের সাথে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। ওয়ানডে সিরিজে তো অনুপস্থিত থাকবেনই, সাকিব থাকবেন না টেস্ট সিরিজের শুরুর দিকেও।

দ্বিতীয় টেস্টেই সাকিবের দলে ফেরার প্রত্যাশা

তবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টেই ফেরার প্রত্যাশা করছেন সাকিব।

বিপিএলের ফাইনাল ম্যাচে চোট পাওয়া সাকিবকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই সাকিবের বিশ্বাস, সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই দলে যোগ দিতে পারবেন তিনি। সেটি না হলেও তৃতীয় ও শেষ ম্যাচে অংশ নেওয়া নিশ্চিত ব্যাপারই বলা চলে।

Also Read - অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে ইমরুল


সাকিব বলেন, শেষ দুই টেস্ট কিংবা তিন নম্বরটা খেলার ইচ্ছা আছেপারব সম্ভবত চার সপ্তাহের মতো সময় লাগার কথাতাতে সিরিজের শেষ দুটি টেস্টও খেলতে পারিমনে হয় পারবঅন্তত শেষটা খেলা খুব সম্ভব বলেই মনে হচ্ছে।’

তবে সাকিবের ভয় অন্য জায়গায়। টেস্ট ক্রিকেটের ধকল সামলাতে গিয়ে চোটাক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। এবার তো অচেনা কন্ডিশনে টাইগাররা খেলবে তিনটি টেস্ট। তিনি বলেন, তিন টেস্টের সিরিজকখন যে কার চোট লাগে! টেস্টে এমনিতেই ধকল বেশিতার ওপর তিন টেস্ট! ইনজুরির সম্ভাবনা খুব বেশি থাকে।’

বিপিএলের ফাইনালে থিসারা পেরেরার ডেলিভারিতে চোট পাওয়া সাকিব বলেন, থিসারার বলটা লাগার পরই বুঝে গিয়েছিলাম ভেঙেছেএ ধরনের চোটের চিকিৎসা একটাইআঙুলটাকে বিশ্রাম দেওয়াসে কারণেই মনে হচ্ছে নিউজিল্যান্ডে খেলতে পারবএই আঙুলটার জন্যই তো ফাইনাল জিততে পারলাম নাআঙুলে লাগার পরই মনে হচ্ছিল ঐ ওভারেই আউট হয়ে যাব, হলামওআউট না হলে রেজাল্ট অন্যরকম হতো, ম্যাচ তো তখন আমাদের নিয়ন্ত্রণে।’

তবে বিপিএলের ফাইনাল হার কিংবা আঙুলের চোট- কোনোকিছুতেই এখন ভেঙে পড়েন না সাকিব। তার দাবি, বুঝতে পারি আমার নিজের মধ্যে কিছু পরিবর্তন এসেছেজিতলে যেমন খুব খুশি হই না আবার হারলেও ভেঙে পড়ি নানিজের কষ্টটা করে যাব, কিছু পেলে পেলাম, না পেলে নাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

প্রোটিয়াদের সমস্যার সহজ সমাধান করে দিলেন পিটারসেন!

প্রধান নির্বাহীকে বরখাস্ত, বিভিন্ন দাবি তুললো প্রোটিয়ারা

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক

ধর্মঘটের হুমকি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের