Scores

দ্বিতীয় টেস্টেও ক্রিকেটারদের হাঁটু গেড়ে প্রতিবাদ

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে প্রতিবাদ জানাল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন আম্পায়াররাও।

হাঁটু গেড়ে প্রতিবাদ জানাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। ছবিঃ এএফপি

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদে সাধারণ মানুষের মতো সামিল হয়েছিল তারকারাও। এমনকি বাদ যায়নি ক্রিকেটাররাও। এমনকি প্রতিবাদ চলাকালীন বিভিন্ন ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগও উঠে। তবে সেসব ছাপিয়ে প্রথম টেস্ট, সাউদাম্পটনে এর প্রতিবাদ জানাতে হাঁটু গেড়ে সামিল হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের ক্রিকেটাররা। বাদ যাননি ম্যাচ অফিসিয়ালরাও।

সাউদাম্পটনের প্রতিবাদ বেশ প্রশংসিত হয়েছিল। তার ব্যতিক্রম নয় ওল্ড ট্রাফোডেও। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও এর প্রতিবাদ জানান উভয় দলের ক্রিকেটার এবং আম্পায়াররা। প্রথম বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হলেও কিছুক্ষণ পরেই মাঠে গড়ায় ম্যাচটি।

Also Read - শূন্যে শুরু, শূন্যেই শেষ


কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে হাঁটুর চাপা দিয়ে মেরে ফেলা হয় এক কৃষ্ণাঙ্গকে। তারপরেই ক্ষোভে ফেটে উঠেন বিশ্বের বাকি কৃষ্ণাঙ্গরা। এই নিয়ে প্রতিবাদও করেন সাধারণ মানুষরা। কৃষ্ণাঙ্গদের এই প্রতিবাদে সামিল হন শ্বেতাঙ্গরাও।

উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওল্ড ট্রাফোডে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে দুই দল। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

নিষিদ্ধ হলেন আরব আমিরাতের আরেক ক্রিকেটার

টি-টোয়েন্টিতে কোহলির সাথে ব্যবধান বাড়ালেন বাবর

তামিমের অর্ধশতক, প্রথম সেশনেই বাংলাদেশের শতরান

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা