Scores

দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের স্কোয়াডে নেই ওয়াহাব

বিরতি কাটিয়ে ফিরেও টিম ম্যানেজমেন্টের মন জয় করতে পারলেন না ওয়াহাব রিয়াজ। টেস্ট থেকে অনির্দিষ্টকালের বিরতি কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নিজেকে উন্মুক্ত করে দিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। তবে ম্যানচেস্টার টেস্টের পর সিরিজের দ্বিতীয় টেস্টেও তাকে স্কোয়াডে রাখেননি পাকিস্তানের নির্বাচকরা।

দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের স্কোয়াডে নেই ওয়াহাব

ওল্ড ট্রাফোর্ড টেস্টের মত সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও একই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। ১৬ সদস্যের স্কোয়াড অপরিবর্তিত থাকলেও পরিবর্তন আসতে পারে পাকিস্তানের একাদশে।

Also Read - আইসিসির 'কল টু আর্টে' জায়গা করে নিলেন দুই বাংলাদেশি






ওয়াহাব ছাড়াও টেস্ট সিরিজের জন্য পূর্বঘোষিত ২০ সদস্যের স্কোয়াড থেকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা পাননি ফাহিম আশরাফ, উসমান শিনওয়ারি ও ইমরান খান। ২০০৯ সালের পর টেস্ট খেলার সম্ভাবনা জাগিয়ে এই ম্যাচেও স্কোয়াডে থাকছেন ফাওয়াদ আলম। আছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদও, যিনি ফাওয়াদের মতই প্রথম টেস্ট কাটিয়েছেন বেঞ্চে বসে।

ম্যানচেস্টারে সিরিজ উদ্বোধনী টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। দ্য অ্যাজেস বোলে দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টটিও অনুষ্ঠিত হবে, যা ২১ আগস্ট শুরু হবে।


একনজরে দ্বিতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড : আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন রশিদ

৬টি কেক কেটে যুবরাজের ‘৬ ছক্কা’র বর্ষপূর্তি উদযাপন

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর