██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় টেস্টের দলে জাকেরের বদলি অঙ্কন

দ্বিতীয় টেস্টের দলে জাকেরের বদলি অঙ্কন
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2024-10-28T17:29:32+06:00

আপডেট হয়েছে - 2024-10-28T17:29:32+06:00

চোটের কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক। তার বদলে দলে ডাকা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। ২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার এবারই প্রথম দলে ডাক পেলেন।

 

ম্যাচের আগের দিন সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ম্যাচে অভিষিক্ত জাকের পড়েছেন ইঞ্জুরিতে। গেল রবিবার অনুশীলনের সময় মাথায় বলের আঘাত লেগেছে অভিষেক ম্যাচে হাঁফ সেঞ্চুরি করা জাকেরের। যার ফলে আপাতত বিশ্রাম ও পর্যবেক্ষণে থাকতে হচ্ছে তাকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'গতকাল ব্যাটিং প্র্যাকটিসের সময় জাকের কনকাশনের শিকার হন। তার আগেও কনকাশন হয়েছে, এখনও কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আগের কনকাশনগুলো বিবেচনায় এবার সুস্থ হতে একটু সময় লাগতে পারে। পরীক্ষানিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় টেস্ট থেকে জাকের ছিটকে পড়েছেন।'

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

২৫ বছর বয়সী ব্যাটার অঙ্কন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৬ ইনিংস ব্যাট করে তার নামের পাশে আছে ১ হাজার ৯৩৪ রান। আছে তিনটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি। চলমান জাতীয় লিগে সিলেট বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ১১৮ রানের দারুণ এক ইনিংস খেলেন দলের অধিনায়ক। যার ফলশ্রুতিতে তাৎক্ষনিকভাবে সুযোগ মিলল জাতীয় দলে, যদিও বিপিএলে দীর্ঘদিনের সতীর্থ জাকের আলী অনিকের চোটের সুবাদে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি আসরে জাকের ও অঙ্কন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন।

একনজরে দেখে নেওয়া যাক চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ সৈয়দ খালেদ আহমেদ।

এদিকে চোটের কারণে এই টেস্টেও খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার। তার অনুপস্থিতিতে অ্যাইডেন মারক্রাম এই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন। মারক্রাম ছাড়াও দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আরও আছেন ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিজকে, টনি ডি জর্জি, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, সানুরান মুথুসামি, ডেন পেটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, রিয়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস কাইল ভেরেইন।

প্রথম টেস্টে পাওয়া উইকেটের জয়ে সফরকারী দল সিরিজে - ব্যবধানে এগিয়ে আছে। সিরিজ হার এড়ানোর জন্য দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.