দ্রুতগতির ইনিংসে দলকে জেতালেন তামিম
ক্যারিবীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে তামিম একাদশ। তামিম ইকবালের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটের জয় পায় তামিমের দল।
২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ও লিটন। উদ্বোধনী জুটিতেই দুজনে যোগ করেন ৭৭ রান। ৫৩ বলে ৪৮ রান করে লিটন বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। লিটনের ব্যাট থেকে আসে ৯টি বাউন্ডারি।
Also Read - করোনা 'নেগেটিভ' মঈন আলীলিটনের বিদায়ের পর তামিমের সাথে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ একাদশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। দ্বিতীয় উইকেটে তামিম-শান্ত গড়েন ১১৯ রানের পার্টনারশিপ। ৭টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন শান্ত। তামিম হাটছিলেন শতকের পথে। তবে ৫টি চার ও ৩টি ছক্কায় ৮০ বলে ৮০ রান করে রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠ ছাড়েন দলের অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে।
তামিম স্বেচ্ছায় মাঠ ছাড়ার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। মিঠুন ১৭ বলে ১৭ ও সৌম্য ১২ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। মাহমুদউল্লাহ একাদশের পক্ষে উইকেট দুটি শিকার করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তামিমের দল জয় পায় ৩৫.২ ওভারেই; ৫৮ বল হাতে রেখে।
স্কোরকার্ড
মাহমুদউল্লাহ একাদশ : ২২৩/৭ (৪৫ ওভার)
নাঈম ৫০ (৬৮), ইয়াসির ২৪ (৩৬), সাকিব ৫২ (৮২), মুশফিক ২৫ (২৭), মোসাদ্দেক ৩১ (৩৭), মিরাজ ১১ (১২), তাইজুল ৪ (৫)*, হাসান মাহমুদ ২ (৪)
সাইফউদ্দিন ৯-১-৬২-২, মেহেদী ৯-০-৩১-২, আফিফ ৩-০-১১-০, মুস্তাফিজ ৯-১-৩৭-১, রুবেল ৯-০-৪৪-১, নাসুম ৬-০-৩৩-১
তামিম একাদশ : ২২৪/২ (৩৫.২ ওভার)
লিটন ৪৮ (৫৩), তামিম ৮০ (৮০)* রিটায়ার্ড হার্ট, শান্ত ৬১ (৫১), মিঠুন ১৭ (১৭), সৌম্য ১২ (১২)
আল আমিন ৪-০-২১-০, সাকিব ৩.২-০-২১-০, মিরাজ ৫-০-৩৩-০, তাইজুল ৪-০-৩১-০, তাসকিন ৭-০-৪৫-১, হাসান ৫-০-৩১-১, মোসাদ্দেক ৫-০-২৯-০, রাহী ২-০-১২-০
ফল : তামিম একাদশ ৮ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।