Scores

সুস্থ থাকাটাই মুখ্যঃ সৌম্য

করোনাভাইরাসের কারণে থমকে আছে দেশ। কোনো চোট-ইঞ্জুরি ছাড়াই ক্রিকেটাররা খেলা থেকে দূরে। সারা দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার জানিয়েছেন, করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে চান তিনি।

দ্রুত মাঠে ফিরতে চান সৌম্য

গণমাধ্যমের সাথে আলাপকালে সৌম্য জানান, প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর স্থগিতাদেশ আসলেও এখনো খেলা না থাকার শূন্যতা অনুভব করতে পারেননি। আপাতত সবার সুস্থতায়ই তার মনোযোগ।

Also Read - "বঙ্গবন্ধুর চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে"তিনি বলেন, ‘মাত্র একদিন গেল। কালকেই তো খেললাম। যে একটা রাউন্ড স্থগিত করা হয়েছে, এটা অবশ্যই সবাই ভালোর জন্য। আশা করি দেশের মানুষ সুস্থ থাকবেন, আমরাও সুস্থ থাকি। সুস্থ থাকাটাই মুখ্য। সুস্থ থাকলে সামনে অনেক খেলা পাব। এর মধ্যে ফিটনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকব।’

মাঠে খেলা নেই, কবে ফিরবে তারও ঠিক-ঠিকানা নেই। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ পুরো বিশ্বজুড়ে। এই অনিশ্চয়তা নিয়ে নিজের ভাবনা জানিয়ে সৌম্য বলেন, ‘দল থেকে বলা হয়েছে একটা খেলা পেছানো হয়েছে। সবাই ফিটনেস নিয়ে কাজ করব ও ব্যক্তিগতভাবে অনুশীলনও করব। যখনই খেলা শুরুর কথা বলবে তখনই নিজেদের খেলার মধ্যে নিয়ে যাব। একদম বিশ্রামে তো চলে যাচ্ছি না।’

বঙ্গবন্ধু ডিপিএলের এক রাউন্ডের খেলা হয়েছে করোনাভাইরাসের শঙ্কা মাথায় রেখেই। যদিও সতর্কতা ছিল পরতে পরতে। খেলা হলে মাঠে ভাইরাস ছড়ানো সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন, ‘এটা আমি বলতে পারব না, ডাক্তাররা ভালো বলতে পারবে। তবে ব্যক্তিগতভাবে সতর্ক থাকা ভালো। আমি সবসময় মাঠে থাকতে চাই, খেলতে চাই। যত দ্রুত সম্ভব পরিস্থিতি ভালো হলে আমাদের জন্যও ভালো। যেহেতু খেলোয়াড়, আমরা সবসময় মাঠেই থাকতে চাই। ভাইরাসের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। যত দ্রুত এটা কেটে যাবে তত দ্রুত মাঠে ফিরতে পারব।’

পাকিস্তান সফর স্থগিত হওয়া নিয়ে এ সময় তিনি জানান, ‘প্রিমিয়ার লিগ নিয়েই বেশি মনোযোগী ছিলাম। তবে খেলা হলে সবার জন্য ভালো।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

করোনা শনাক্তের কিট দিচ্ছেন সাকিব

করোনা ইস্যুতে চার ক্রিকেটার নিয়ে বৈঠকে বসবেন মোদি

ড্রেসিংয়ের জন্য হাসপাতালেও যেতে পারছেন না সাদমান

এক দিনে দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড!

দুই বছরের বেতনই দান করে দিলেন গম্ভীর