Scores

ধবলধোলাইয়ের সুযোগ দেখছেন সাকিব

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সুযোগ রয়েছে উইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করার। সেই সুযোগ কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। তবে সেটার জন্য যে কঠোর পরিশ্রম করতে হবে সেটি মনে করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।

উইকেটের শতক কিংবা দ্বিশতক— প্রতিপক্ষ যখন একই! -

এই বছরই উইন্ডিজের মাটিতে সাকিবের নেতৃত্বে উইন্ডিজের কাছে টেস্টে ধবলধোলাই হয়েছিলো বাংলাদেশ। এইবার সেই সাকিবের নেতৃত্বে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। কেননা চট্টগ্রাম টেস্টে সফরকারী উইন্ডিজকে হারিয়ে ইতোমধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

প্রথম টেস্ট জিতে মানসিকভাবে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। উইন্ডিজকে শেষবার টেস্টে হোয়াইটওয়াশ করেছিলো ২০০৯ সালে সেটিও সাকিবের নেতৃত্বে। আরও একবার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না সাকিব। মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সুযোগ কাজে লাগানোর কথা জানালেন তিনি। সেই সাথে মনে করিয়ে দিলেন ২০০৯ সালে অতটা ভালো দল ছিল না বাংলাদেশ।

Also Read - ‘যতদূর জানি মুশফিক ভাই খেলবেন’


“আমরাও তখন অত ভালো ছিলাম না (২০০৯ বনাম উইন্ডিজ)। এবারও সুযোগ আছে আমাদের সামনে। তবে সুযোগটা কাজে লাগাতে আসলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে।”

সিরিজে এগিয়ে থাকায় স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই থাকার কথা। তেমনই আছেন ক্রিকেটাররা। তবে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সিরিজ নিজেদের করে নেওয়ার একটি বাড়তি চাপও কাজ করে ক্রিকেটার মাঝে। চট্টগ্রাম টেস্টে তিনদিনে উইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ক্রিকেটাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কাল। সাকিব মনে করিয়ে দিলেন ক্রিকেটারদের মধ্যে নেই কোন বাড়তি চাপ।

“না, আমার মতে মনে হয় না অতিরিক্ত কোনো চাপ আছে। শেষ দুই দিনে ড্রেসিংরুমে যতটুকু থেকে দেখেছি সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। এবং খুব ভালো পরিস্থিতিতে আছে। ম্যাচের আগে একটা দলের যতটুকু আত্মবিশ্বাসের দরকার হয় ঠিক ততটুকুই আছে। যে কয়দিন টেস্ট চলে সে কয়দিন যেন আমরা তা ধরে রাখতে পারি।”

ঢাকা টেস্ট জিততেই পারলে কিংবা ড্র করতে পারলে সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ ‘যতদূর জানি মুশফিক ভাই খেলবেন’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

আমি একা যাব না, সতীর্থদের সতর্কবার্তা দিলেন সরফরাজ

বল হাতে ‘সেঞ্চুরি’ করলেন রশিদ খান

‘নার্ভাস’ ছিলেন লিটন

ব্যাটিং-বোলিং, দুটোকেই দুষছেন হোল্ডার

গুরুতর নয় মুশফিকের ইনজুরি