Scores

ধর্মঘটে যেতে পারে স্মিথরা


নতুন চুক্তিতে রাজি না হলে ক্রিকেটারদের সাথে আর চুক্তি নবায়ন করবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ের অংশ এখন থেকে আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পাবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের এমন প্রস্তাবে ক্ষুদ্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) বোর্ডের প্রস্তাবে সাড়া দেয়নি। ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে টুইটারেও। শেন ওয়াটসন, মিশেল স্টার্কদের মতো ক্রিকেটাররা প্রতিবাদস্বরূপ হ্যাশট্যাগ ফেয়ারশেয়ার দিয়ে টুইট করেছেন।

তবে অনড় অবস্থানে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএ এর সদস্য টেলর জানিয়েছেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন কোনো ধরণের সমঝোতা করছে না। তিনি জানান ক্রিকেটাররা জানুয়ারি থেকেই ধর্মঘটে যাওয়ার কথা ভাবছে। তিনি নাইন নেটওয়ার্ককে বলেন, ” ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে যে এসিএ মোটেই সমঝোতায় এগিয়ে আসছে না।”

Also Read - আইসিসির তালহা জুবায়ের স্মরণ


ক্রিকেটারদের আয়ের অংশ না দেওয়া কোনো আর্থিক সমঝোতা হতে পারেনা বলে মন্তব্য করেন টেইলর। তিনি বলেন, “এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য কোনো ধরণের ব্যবসায়িক ধারণার মধ্যেই পড়ে না। সব সময়ই আপনি যত অর্থ আয় করবেন তার একটা নির্দিষ্ট অংশ দিয়ে দিতে হবে। খেলাধুলায় এখন খরচ বাড়ছে। সব খেলাধুলা এ কথাই বলবে।”

এ ব্যাপারে আলোচনা চান মার্ক টেলর। তিনি মনে করেন এ প্রস্তাব নিয়ে এসিএ এর সমঝোতা করা উচিত। অন্যদিকে এসিএ বলছে এ প্রস্তাবে ক্রিকেট প্রশাসকদের জয় হলেও হার হবে ক্রিকেটের।

জুন ৩০ তারিখের মধ্যে দ্বন্দ্বের সমাধান না হলে হয়তো ধর্মঘটে যাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনকি ওয়ার্নাররা অ্যাশেজ বর্জনের ইঙ্গিতও দিয়েছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিরাজ করছে ব্যপক অস্থিরতা।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠের বাইরে ছিটকে পড়ে অজি তারকার ‘প্রায়শ্চিত্ত’!

দেয়ালে ঘুষি মেরে ইঞ্জুরিতে অজি তারকা

পাকিস্তান সফরের অন্যরকম ‘পুরস্কার’

শেফিল্ড শিল্ডে খেলা চলাকালেই অগ্নিকাণ্ড

‘অপরাজিতা’ অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড